৪০ বছর বয়সে পণভঙ্গ! ৩ সন্তানের বাবাকে কেন জীবনসঙ্গী করেছিলেন কবিতা কৃষ্ণমূর্তি?

আশির দশকের বলিউডে যাঁর কণ্ঠের জাদুতে বুঁদ ছিল গোটা দেশ, সেই কিংবদন্তি গায়িকা কবিতা কৃষ্ণমূর্তির ব্যক্তিগত জীবন কোনো সিনেমার গল্পের চেয়ে কম নয়। আজীবন অবিবাহিত থাকার পণ করেছিলেন তিনি। কিন্তু জীবনের ৪০ বসন্ত পার করার পর সেই পণ ভেঙে সাতপাক ঘোরেন বিখ্যাত বেহালাবাদক এল সুব্রহ্মণ্যমের সঙ্গে। সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে নিজের সেই অনন্য প্রেমের কিসসা শোনালেন গায়িকা।

কবিতা জানান, এল সুব্রহ্মণ্যমের সঙ্গে তাঁর আলাপ এক রেকর্ডিং স্টুডিওতে। সদ্য স্ত্রীকে হারানো শান্ত স্বভাবের মানুষটিকে দেখে মায়ায় জড়িয়ে পড়েছিলেন তিনি। এরপর বেঙ্গালুরুতে রেকর্ডিং করতে গিয়ে তাঁর তিন সন্তানের সঙ্গে দেখা হয় কবিতার। গায়িকার কথায়, “আমি শুধু স্বামী নয়, একটা রেডিমেড পরিবার খুঁজে পেয়েছিলাম। আমার সবচেয়ে বড় প্রাপ্তি ছিল বিয়ের রাতেই বাচ্চাগুলো আমায় ‘মা’ বলে ডেকেছিল।” যদিও এক সফল প্লেব্যাক গায়িকার এই সিদ্ধান্তে ভয় পেয়েছিলেন তাঁর মা ও পরিবারের সদস্যরা। মুম্বইয়ের কেরিয়ার ছেড়ে তিন সন্তানের দায়িত্ব নেওয়া সহজ ছিল না। কিন্তু কবিতা ছিলেন অটল। তিনি বিশ্বাস করেছিলেন, ভাগ্যই তাঁকে এই পরিবারের কাছে নিয়ে এসেছে। বিয়ের পর তাঁর সংগীতের দৃষ্টিভঙ্গি আমূল বদলে যায়। ভালোবাসা আর সুরের মেলবন্ধনে আজও কবিতা ও সুব্রহ্মণ্যমের সংসার সংগীত জগতের এক উজ্জ্বল দৃষ্টান্ত।