বাংলাদেশ উত্তপ্ত! সুন্দরবনের জলপথে চিরুনি তল্লাশি পুলিশের, কী মিলল বিদেশি জাহাজে?

ওপার বাংলায় ক্রমাগত অবনতি হওয়া পরিস্থিতির আঁচ এসে পড়ল সুন্দরবনের জলপথে। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক জলসীমানায় নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দিল সুন্দরবন জেলা পুলিশ। শনিবার সকাল থেকেই নামখানা থানার পুলিশ হাতানিয়া-দোহানিয়া নদীতে বাংলাদেশি পণ্যবাহী বার্জ এবং জাহাজগুলোতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে প্রতিনিয়ত অসংখ্য বার্জ ও জাহাজ কলকাতার খিদিরপুর, বজবজ এবং হলদিয়া বন্দরের উদ্দেশ্যে যাতায়াত করে। বর্তমান অবস্থায় কোনো প্রকার নাশকতা বা অবৈধ অনুপ্রবেশ রুখতে প্রতিটি ভেসেল থামিয়ে যাচাই করা হচ্ছে নাবিকদের ভিসা এবং সরকারি নথিপত্র। পাশাপাশি বার্জে থাকা বাংলাদেশি নাগরিকদের কড়া নির্দেশিকা দেওয়া হচ্ছে যাতে তারা নির্দিষ্ট রুট ও নিয়ম লঙ্ঘন না করেন। সুন্দরবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘাটে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী, চলছে রাতভর নাকা চেকিং। গোয়েন্দা সূত্রে খবর, সীমান্ত পেরিয়ে কোনো সন্দেহভাজন যেন ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে না পারে, তার জন্যই এই নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে।