শাহজাহান জেলে, বাইরে ভগ্নিপতির তাণ্ডব! সরকারি শৌচালয় দখল করে ‘ধাবা’ চালাচ্ছেন সাবির আলি?

শেখ শাহজাহান বর্তমানে শ্রীঘরে, কিন্তু তাঁর সাম্রাজ্যের ‘দখলদারি’ সংস্কৃতি এখনও বহাল তবিয়তে বর্তমান। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ১ নম্বর ব্লকের বয়ারমারি এলাকায় সরকারি অর্থব্যয়ে নির্মিত একটি শৌচালয় ব্যক্তিগত প্রয়োজনে দখলের অভিযোগ উঠল শাহজাহানের ভগ্নিপতি তথা তৃণমূল নেতা সাবির আলি মোল্লার বিরুদ্ধে।
সরকারি শৌচালয় এখন ধাবার ‘অ্যাটাচড বাথরুম’! স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় সাড়ে চার লক্ষ টাকা ব্যয়ে সাধারণ মানুষের জন্য তৈরি হয়েছিল এই শৌচালয়টি। কিন্তু সাবির আলি নিজের ক্ষমতার দাপটে সেটিকে দখল করে নিয়েছেন।
মার্বেল ও লাক্সারি লুক: অভিযোগ, দখল করার পর নিজের পছন্দমতো রঙ এবং মার্বেল বসিয়ে শৌচালয়টিকে ভোলবদল করেছেন সাবির।
ধাবার মালিকানা: শৌচালয়ের ঠিক পাশেই সাবিরের একটি নিজস্ব ‘ধাবা’ রয়েছে। সাধারণ মানুষ বঞ্চিত হলেও সেই ধাবার খদ্দেররাই এখন এই সরকারি শৌচালয় ব্যবহার করছেন।
বিপাকে সাধারণ মানুষ, সরব বিজেপি স্থানীয় বাসিন্দা চন্দ্রনাথ গোস্বামীর ক্ষোভ, “শাহজাহান যেমন ভেড়ি ও জমি লুঠ করত, তাঁর ভগ্নিপতি তেমনই সরকারি শৌচালয় দখল করছে। আমরা চাই এটি অবিলম্বে জনসাধারণের জন্য খুলে দেওয়া হোক।” বিজেপি নেতা বিশ্বজিৎ পালের দাবি, শাহজাহানের পথ অনুসরণ করেই সাবির আলি সাধারণ মানুষের করের টাকা লুট করছেন। তাঁকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছে গেরুয়া শিবির।
পলাতক অভিযুক্ত? উল্লেখ্য, সিবিআই মামলার সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনায় খুনের চেষ্টার অভিযোগে যে এফআইআর দায়ের হয়েছে, তাতে সাবির আলির নাম রয়েছে। সেই ঘটনার পর থেকেই তিনি এলাকাছাড়া। তাঁর বাড়িতে তালা ঝুলছে এবং ফোনও সুইচড অফ।
প্রশাসনের আশ্বাস ঘটনা প্রসঙ্গে সন্দেশখালি ১ নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেন কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, “এটি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। কেউ দখল করলে তা অপরাধ। আমরা পূর্ণাঙ্গ তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেব।” স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো অবশ্য জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা নেই, খোঁজ নিয়ে দেখবেন।
সন্দেশখালিতে শাহজাহান বাহিনীর এই অবদমিত দাপট ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শাসকদলের জন্য নতুন অস্বস্তি তৈরি করবে কি না, এখন সেটাই দেখার।