“মতুয়াদের সুরাহা কোথায়?” মোদীর অডিয়ো বার্তায় ‘মতুয়া-শূন্যতা’ নিয়ে তোপ কুণাল ঘোষের!

এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজ্যের মতুয়া মহলে ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক। ভোটার তালিকায় নাম না থাকলে নাগরিকত্বের ভবিষ্যৎ কী হবে, সেই আশঙ্কায় বুক বাঁধছিলেন তাহেরপুরের মতুয়ারা। আশা ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তাঁদের আশ্বস্ত করবেন। কিন্তু হেলিকপ্টার না নামায় প্রধানমন্ত্রী যে ভার্চুয়ালি ভাষণ দিলেন, তাতে মতুয়াদের জন্য কোনো জোরালো দিশা নেই বলে দাবি করে কটাক্ষ ছুড়ে দিল শাসকদল তৃণমূল।
কুণাল ঘোষের কড়া আক্রমণ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হতেই পালটা তোপ দাগেন। তিনি বলেন:
“বিজেপি নেতারা বড় বড় কথা বলছিলেন যে প্রধানমন্ত্রী নাকি আজ মতুয়াদের সব সমস্যার সুরাহার কথা বলবেন। নাগরিকত্ব আর এসআইআর নিয়ে ধোঁয়াশা কাটাবেন। সেটা হল কোথায়? মতুয়ারা তো একরাশ আশা নিয়ে বসেছিলেন, কিন্তু তাঁদের জন্য কোনো বার্তাই থাকল না প্রধানমন্ত্রীর গলায়।”
SIR আতঙ্ক ও মতুয়া ভোটব্যাঙ্ক উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধনের এই বিশেষ প্রক্রিয়ায় বহু মতুয়া পরিবারের নাম বাদ পড়ার খবর সামনে আসছে। সিএএ (CAA) নিয়ে দীর্ঘ অপেক্ষার পর এখন এসআইআর নিয়ে নতুন করে ভয় কাজ করছে এই সম্প্রদায়ের মধ্যে। কুণাল ঘোষের দাবি, বিজেপি কেবল ভোটের স্বার্থে মতুয়াদের ব্যবহার করে, কিন্তু বিপদের সময় তাঁদের পাশে থাকে না।
বিজেপির পালটা যুক্তি যদিও বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে চৈতন্যভূমি এবং হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের আদর্শের কথা উল্লেখ করেছেন। যান্ত্রিক গোলযোগ ও কুয়াশার কারণে ভাষণ দীর্ঘ করা সম্ভব হয়নি, তাই বিশদে আলোচনার সুযোগ কম ছিল।
তাহেরপুরের মাটি থেকে প্রধানমন্ত্রীর কোনো স্পষ্ট আশ্বাস না মেলায়, সেই হাতিয়ারকেই এখন ২০২৬-এর আগে বড় রাজনৈতিক অস্ত্র করতে চাইছে তৃণমূল কংগ্রেস।