মেসি-কাণ্ডে বড় অ্যাকশন! শতদ্রু দত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করল SIT, নথির খোঁজে চলল ম্যারাথন তল্লাশি।

কলকাতায় লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে যে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার তদন্তে এবার বড়সড় সাফল্য পেল বিশেষ তদন্তকারী দল (SIT)। শনিবার আয়োজক শতদ্রু দত্তের সল্টলেকের বাড়িতে তল্লাশি চালিয়ে মেসির ইভেন্ট সংক্রান্ত প্রচুর নথিপত্র এবং ব্যাঙ্ক ডিটেলস উদ্ধার করেছেন তদন্তকারীরা। এর পরেই শতদ্রুর অ্যাকাউন্ট থেকে প্রায় ২২ কোটি টাকা ফ্রিজ বা জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।

SIT-এর কড়া পদক্ষেপ: আটকে গেল ২০ কোটি তদন্তকারী দল সূত্রে খবর, যুবভারতীতে ওইদিন যে পরিমাণ টিকিট বিক্রি হয়েছিল, তার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা। পুলিশ ইতিমধ্যেই টিকিট বিক্রির দায়িত্বে থাকা মধ্যস্থতাকারী সংস্থাকে নির্দেশ দিয়েছে যে, এই অর্থ যেন কোনোভাবেই শতদ্রু দত্তের অ্যাকাউন্টে জমা না হয়। এই টাকা দিয়েই অনুষ্ঠানের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ মেটানো হতে পারে বলে জানা গেছে।

রাজ্য সরকারের দিকে আঙুল শতদ্রুর পুলিশি হেফাজতে থাকা শতদ্রু দত্ত অবশ্য বিশৃঙ্খলার দায় নিতে নারাজ। উল্টে তদন্তের মুখে তিনি বিস্ফোরক দাবি করেছেন:

তাঁর দাবি, ভিড় নিয়ন্ত্রণের ব্যর্থতার দায় রাজ্য সরকারের।

পাস বিলির ক্ষেত্রে রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপের দিকে ইঙ্গিত করেছেন তিনি। শতদ্রুর দাবি, এই প্রভাবশালীদের চাপেই অতিরিক্ত ভিড় হয়েছিল, যা পরিস্থিতি হাতের বাইরে নিয়ে যায়।

রাজনৈতিক মহলে কম্পন: পদত্যাগ অরূপ বিশ্বাসের মেসির ইভেন্ট ঘিরে এই চরম অব্যবস্থার জেরে পদত্যাগ করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বর্তমান পরিস্থিতির গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এখন ক্রীড়া বিভাগের দায়িত্বভার সামলাচ্ছেন। আয়োজকের এই বয়ান রাজ্য সরকারের অস্বস্তি বাড়াবে কি না, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

একদিকে শতদ্রু দত্তের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথিপত্র এবং অন্যদিকে প্রভাবশালী যোগের অভিযোগ— দুই মিলিয়ে মেসির কলকাতা সফর এখন আইনি ও রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে।