“অরাজকতা চলছে ওপার বাংলায়!” ইউনূসকে কড়া ভাষায় আক্রমণ অধীরের, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিষ্ফোরক নেতা।

বাংলাদেশের বর্তমান উত্তাল পরিস্থিতি নিয়ে এবার সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কাঠগড়ায় তুললেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু হত্যা, অগ্নিসংযোগ এবং বিশৃঙ্খলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি ইউনূস প্রশাসনকে ‘ব্যর্থ’ বলে অভিহিত করেছেন।

ইউনূসকে চরম কটাক্ষ অধীরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, বাংলাদেশে যে অরাজকতা চলছে তা কোনো সভ্য সমাজের লক্ষণ হতে পারে না। তাঁর মতে:

সংখ্যালঘু সুরক্ষা: হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের ওপর যে নিরন্তর হামলা হচ্ছে, তা রুখতে ড. ইউনূসের সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।

আইন-শৃঙ্খলার অবনতি: প্রতিদিন মানুষ খুন হচ্ছে, ঘরবাড়িতে আগুন লাগানো হচ্ছে। ইউনূস সাহেব শান্তির কথা বললেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।

ভারতের অবস্থান নিয়ে বার্তা অধীর চৌধুরী মনে করিয়ে দেন যে, বাংলাদেশ ভারতের নিকটতম প্রতিবেশী। সেখানে অশান্তি মানেই ভারতের সীমান্ত এবং নিরাপত্তার জন্য বিপদ। তিনি বলেন, “ইউনূস সাহেবকে বুঝতে হবে যে কেবল নোবেল পুরস্কার পাওয়া বা বড় বড় কথা বলা যথেষ্ট নয়, রাজপথে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করাটাই আসল কাজ।”

কূটনৈতিক হস্তক্ষেপের দাবি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচার নিয়ে এর আগে প্রিয়াঙ্কা গান্ধীও সরব হয়েছিলেন। এবার অধীর চৌধুরীও কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানিয়েছেন যাতে আন্তর্জাতিক মঞ্চে এবং কূটনৈতিক স্তরে ঢাকার ওপর চাপ তৈরি করা হয়।

ওসমান হাদির মৃত্যু থেকে শুরু করে ময়মনসিংহে দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ড— প্রতিটি ঘটনা উল্লেখ করে অধীর চৌধুরী বুঝিয়ে দিয়েছেন যে, বাংলাদেশের বর্তমান ‘অস্থিরতা’ দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য এক বড় চ্যালেঞ্জ।