মোদী সরালেও মহাত্মাকে সম্মান মমতার! ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম বদলে কী রাখল রাজ্য সরকার?

১০০ দিনের কাজের প্রকল্প বা মনরেগা (MGNREGA) থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত এবার চরম আকার নিল। লোকসভায় বিরোধীদের প্রবল আপত্তির মাঝেই পাশ হয়েছে নতুন বিল, যেখানে মনরেগার নাম বদলে করা হয়েছে ‘জি-রাম’ (G Ram G)। কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্য সরকার মহাত্মা গান্ধীকে যোগ্য সম্মান দেবে। সেইমতো শনিবারই নবান্নের নির্দেশে রাজ্যের ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম বদলে করা হলো ‘মহাত্মা-শ্রী’।
কেন্দ্রের বিরুদ্ধে অপমানের তোপ কলকাতায় ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন:
“গান্ধীজির নাম তুলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আমি খুব অপমান বোধ করেছি। আপনারা যদি গান্ধীজিকে সম্মান দিতে না জানেন, আমরা জানি কীভাবে সম্মান দিতে হয়। কর্মশ্রী প্রকল্পের নাম আমরা মহাত্মা গান্ধীর নামেই রাখব। সবাই বাংলার উপর হিংসা করে।”
কী এই ‘মহাত্মা-শ্রী’? রাজ্যের পঞ্চায়েত দফতর ইতিমধ্যেই এই নামবদল নিয়ে নির্দেশিকা জারি করেছে। এই প্রকল্পের অধীনে:
১০০ দিনের জব কার্ড হোল্ডারদের সর্বোচ্চ ১০০ দিনের কাজের নিশ্চয়তা দেবে রাজ্য সরকার।
কেন্দ্রীয় বরাদ্দ আটকে থাকলেও রাজ্য নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পে কাজ ও পারিশ্রমিক সুনিশ্চিত করবে।
রাজনীতি ও নামবদল কংগ্রেস আমলে শুরু হওয়া মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন (MGNREGA)-এর নাম ২০ বছর পর বদলে ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ করার পথে কেন্দ্র। বিরোধীদের অভিযোগ, বিজেপি ইতিহাস থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলতে চাইছে। এই আবহে মমতার ‘মহাত্মা-শ্রী’ প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।