“ঋষিকে মারতে গিয়ে নিজের বোনকেই ওড়াল নিশা!” আসানসোলে ‘জোয়ার ভাঁটা’র গল্পে শিউরে ওঠা মোড়।

শুরু থেকেই ‘জোয়ার ভাঁটা’ সিরিয়ালটি দর্শকদের পছন্দের তালিকায় উপরের দিকে জায়গা করে নিয়েছে। উজি আর নিশার জীবনের লড়াই, প্রেম আর বিচ্ছেদের গল্পে এবার যুক্ত হলো এক বিধ্বংসী মোড়। ভাগ্যের ফেরে দুই বোন আবার ফিরেছে তাদের সেই পুরনো শহর আসানসোলে, কিন্তু এই ফেরা কোনো সুখের স্মৃতি নিয়ে নয়, বরং এক ভয়াবহ দুর্ঘটনার হাতছানি নিয়ে।
প্রতিশোধের নেশায় অন্ধ নিশা গল্প অনুযায়ী, ঋষি তার নতুন প্রজেক্টের কাজের জন্য আসানসোলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পৈতৃক ভিটেতে প্রজেক্টের ভিত পুজো হবে উজির হাতেই। উজি শান্ত থাকলেও, নিশা মনে মনে ঋষিকে চিরতরে সরিয়ে দেওয়ার ছক কষে ফেলে। যে শহরে তার বাবা মারা গিয়েছিল, সেই শহরকেই সে বেছে নেয় ঋষির ‘শাস্তি’র জায়গা হিসেবে।
বিস্ফোরণ ও উজির পরিণতি ভিত পুজোর আনন্দ যখন তুঙ্গে, তখনই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। উজি যখন মাটির কলস হাতে তুলে নেয়, ঠিক সেই মুহূর্তেই আড়াল থেকে রিমোট টিপে গাড়িতে বিস্ফোরণ ঘটায় নিশা। কিন্তু তার নিশানা ছিল ঋষি। ধারাবাহিকের প্রমো বলছে, নিশার অজান্তেই এই মারণ ফাঁদে পা দিয়ে ফেলে তার নিজের বোন উজি! ঋষির বদলে গুরুতর জখম হয় উজি নিজেই।
গল্পে নতুন মোড় এখন প্রশ্ন হলো:
উজির কি তবে শেষ যাত্রা? নাকি ভাগ্যক্রমে প্রাণে বেঁচে ফিরবে সে?
নিশার কি বোধোদয় হবে? নিজের বোনের এই অবস্থার জন্য সে কি নিজেকে ক্ষমা করতে পারবে, নাকি ঋষিকে দায়ী করে আরও নিষ্ঠুর হয়ে উঠবে?
প্রতিশোধের আগুন আর বোনের ভালোবাসার টানাপোড়েনে ‘জোয়ার ভাঁটা’র আগামী পর্বগুলি যে টানটান উত্তেজনায় ভরপুর হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। আসানসোলের এই বিস্ফোরণ উজি-নিশা-ঋষির জীবনকে কোন দিকে ঠেলে দেয়, সেটাই এখন দেখার।