সীমান্তে সেনা, সরকারে মোদী আর সিনেমায় আপনি! রণবীর সিংয়ের ছবি দেখে কেন এমন বললেন সাংসদ কঙ্গনা?

বছরের শেষে বক্স অফিসে রীতিমতো রাজত্ব করছে স্পাই-থ্রিলার ‘ধুরন্ধর’। রণবীর সিং, অক্ষয় খান্না এবং সঞ্জয় দত্ত অভিনীত এই ছবি নিয়ে যখন গোটা বলিউড উত্তাল, তখন নিজের চেনা ভঙ্গিতেই প্রতিক্রিয়া দিলেন হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত। ছবির প্রশংসা করার পাশাপাশি পাকিস্তানি জঙ্গিদের কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন ‘ইমারজেন্সি’-র পরিচালক।

“পাক জঙ্গিদের কম্বল ধোলাই হোক” শনিবার ইনস্টাগ্রামে ‘ধুরন্ধর’-এর ট্রেলার শেয়ার করে কঙ্গনা পরিচালক আদিত্য ধরের ভূয়সী প্রশংসা করেন। তিনি লেখেন:

“ধুরন্ধর দেখলাম, দারুণ সময় কাটল। ছবির নির্মাণশৈলী এককথায় অসাধারণ। আদিত্য ধরজি, সীমান্তে আমাদের ডিফেন্স ফোর্স, সরকারে আমাদের মোদীজি আর বলিউড সিনেমায় আপনি— খুব কম্বল ধোলাই (কম্বল কুটাযি) করুন এই পাকিস্তানি জঙ্গিদের। মজা এসে গেল!”

আদিত্য ধরকে ‘আসল ধুরন্ধর’ তকমা কঙ্গনার মতে, এই ছবিতে রণবীর সিং বা অন্য অভিনেতারা দুর্দান্ত কাজ করলেও আসল ‘ধুরন্ধর’ হলেন পরিচালক আদিত্য ধর স্বয়ং। তিনি আদিত্যর স্ত্রী তথা অভিনেত্রী ইয়ামি গৌতমকেও অভিনন্দন জানান। উল্লেখ্য, এর আগে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ বানিয়ে দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন আদিত্য। এবার ‘ধুরন্ধর’ দিয়েও তিনি জাতীয়তাবাদের আবেগকে উসকে দিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বলিউডের দরাজ সার্টিফিকেট শুধু কঙ্গনা নন, করণ জোহর থেকে শুরু করে রামগোপাল বর্মা এবং সিদ্ধার্থ আনন্দের মতো পরিচালকরাও এই ছবির মেকিং ও রণবীর সিংয়ের অভিনয়ের প্রশংসা করেছেন। তবে কঙ্গনার এই দেশাত্মবোধক বার্তা এবং সরাসরি পাকিস্তানকে নিশানা করা মন্তব্যটি নেটদুনিয়ায় সবথেকে বেশি ভাইরাল হয়েছে।

বক্স অফিসে ইংরেজি বছরের শেষে ‘ধুরন্ধর’ যে কেবল বাণিজ্যিকভাবে সফল নয়, বরং রাজনৈতিক ও আবেগগতভাবেও দর্শকদের মন ছুঁয়েছে, কঙ্গনার এই পোস্ট তারই বড় প্রমাণ।