ভোটার তালিকা যাচাইয়ে এবার ৪০০০ কেন্দ্রীয় কর্মী! SIR নিয়ে শুনানির আগে কমিশনের নজিরবিহীন বৈঠক।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা যাচাই বা SIR (Special Inquiry Roll) নিয়ে চলা রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই বড়সড় পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনের এই শুনানিতে স্বচ্ছতা নিশ্চিত করতে বিপুল সংখ্যক কেন্দ্রীয় সরকারি কর্মীকে ‘মাইক্রো অবজার্ভার’ হিসেবে নিয়োগ করতে চলেছে কমিশন।
১৬টি কেন্দ্রীয় দফতরের সঙ্গে মেগা বৈঠক শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) আরিজ আফতাব কেন্দ্রের ১৬টি গুরুত্বপূর্ণ দফতরের পদস্থ আধিকারিকদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। সূত্রের খবর, এই বৈঠক মূলত ৪০০০ মাইক্রো অবজার্ভার নিয়োগের ব্লু-প্রিন্ট তৈরি করার জন্য। কমিশন চাইছে, এসআইআর (SIR) সংক্রান্ত শুনানির সময় প্রতিটি কেন্দ্রে কেন্দ্রীয় সরকারি কর্মীরা উপস্থিত থাকুন, যাতে কোনো রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে।
তালিকায় কোন কোন দফতর? যাচাই প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখতে নিম্নলিখিত দফতরগুলির কর্মীদের নিয়োগ করা হতে পারে:
আর্থিক প্রতিষ্ঠান: আরবিআই (RBI), এলআইসি (LIC)।
পরিবহন ও যোগাযোগ: রেলওয়ে, এয়ারপোর্টস অথরিটি, ডাকঘর।
শিল্প ও খনি: কোল ইন্ডিয়া, ডিভিসি (DVC), সেইল (SAIL)।
রাজস্ব ও শুল্ক: আয়কর বিভাগ, সিজিএসটি (CGST) ও শুল্ক দফতর।
কমিশনের এই তৎপরতার কারণ সম্প্রতি বিজেপি ও তৃণমূল—উভয় দলই ভোটার তালিকায় নাম বাদ দেওয়া বা ভুয়া ভোটার ঢোকানো নিয়ে একে অপরের বিরুদ্ধে সরব হয়েছে। বিশেষ করে মতুয়া গড় এবং সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে নাম বাতিলের হার নিয়ে অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় কর্মীদের নজরদারিতে শুনানি প্রক্রিয়া সম্পন্ন করে জনমানসে আস্থা ফেরাতে চাইছে কমিশন।
২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা চূড়ান্ত করার এই প্রক্রিয়া যে অত্যন্ত স্পর্শকাতর হতে চলেছে, নির্বাচন কমিশনের এই ‘সক্রিয়তা’ তারই ইঙ্গিত দিচ্ছে।