হাতে চপ-মুড়ি, চোখে জল! শিয়ালদা থেকে ধর্মতলা রণক্ষেত্র, মমতার সরকারকে তুলোধোনা চাকরিপ্রার্থীদের!

ফের উত্তাল তিলোত্তমা। কর্মসংস্থানের দাবিতে এবং নিয়োগ দুর্নীতির প্রতিবাদে আবারও রাজপথে আছড়ে পড়ল যোগ্য চাকরিপ্রার্থীদের ক্ষোভ। বৃহস্পতিবার শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিল বের করেন এসএসসি (SSC)-র নতুন চাকরিপ্রার্থীরা। তবে এই মিছিলের অভিনবত্ব নজর কেড়েছে সাধারণ মানুষের।
চপ-মুড়ি নিয়ে প্রতীকী প্রতিবাদ: এদিনের মিছিলে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। হাতে প্লাকার্ডের বদলে অনেকের হাতেই ছিল চপ এবং মুড়ি। চাকরিপ্রার্থীদের দাবি, শিক্ষিত যুবকদের কর্মসংস্থান না দিয়ে বারবার ‘চপ-শিল্পের’ কথা বলে বিদ্রূপ করছে রাজ্য সরকার। তাই সরকারের সেই বিদ্রূপের প্রতিবাদেই হাতে চপ-মুড়ি নিয়ে রাজপথে নামলেন হবু শিক্ষকরা। তাঁদের সাফ কথা— “ডিগ্রি নিয়ে চপ ভাজতে আসিনি, আমাদের হকের চাকরি ফিরিয়ে দিতে হবে।”
সরকারের বিরুদ্ধে চরম তোপ: ধর্মতলায় মিছিল শেষে সমাবেশের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রীতিমতো ‘ধুয়ে’ দিলেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ:
বছরের পর বছর নিয়োগ প্রক্রিয়া থমকে আছে।
যোগ্য হওয়া সত্ত্বেও রাজপথে দিন কাটাতে হচ্ছে মেধাবীদের।
দুর্নীতির জাল বিছিয়ে যোগ্যদের বঞ্চিত করা হয়েছে।
রণক্ষেত্রের চেহারা ধর্মতলায়: মিছিলটি যখন ধর্মতলার ওয়াই চ্যানেলে পৌঁছায়, তখন পুলিশের সাথে চাকরিপ্রার্থীদের মৃদু ধস্তাধস্তিও বাধে। পরিস্থিতির চাপে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, যদি দ্রুত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরু না করা হয়, তবে আগামী দিনে নবান্ন অভিযান বা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।
নিয়োগ জটিলতার এই জট কবে কাটবে? সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন— শিক্ষিত বেকারদের এই কান্না কি নবান্ন পর্যন্ত পৌঁছাবে?