হেডস্যারকে নালিশের ‘শাস্তি’! সহপাঠীর লাথি-ঘুষিতে পাঁজর ভাঙল কিশোরের, ভাইরাল সিসিটিভি ফুটেজ।

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল স্কুলের ভেতরে অষ্টম শ্রেণির এক ছাত্রকে চার সহপাঠীর ভয়ঙ্কর মারধরের ছবি। হাওড়ার বালিটিকুড়ি মুক্তারাম দে হাইস্কুলে দিনের পর দিন ধরে চলা এই অত্যাচারের পর গুরুতর আহত ছাত্রটি এখন চিকিৎসাধীন। ঘটনার ভয়াবহতা দেখে স্কুলের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।

স্কুল সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ওই অষ্টম শ্রেণির ছাত্রটিকে একই ক্লাসের চারজন সহপাঠী মিলে হেনস্থা ও মারধর করত। সম্প্রতি সে প্রধান শিক্ষকের কাছে নালিশ জানাতেই অত্যাচারের মাত্রা চরমে ওঠে। বুধবার স্কুলে চলাকালীন ফের ওই চার ছাত্র মিলে তাকে নির্মমভাবে মারধর করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে ঘুষি মারার পাশাপাশি বুকে লাথি মারা হচ্ছে এবং মাটিতে ফেলে কিল-চড়-থাপ্পড় মারা হচ্ছে।

মারধরের জেরে বুকে গুরুতর আঘাত নিয়ে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র। স্কুলের তরফে তাকে প্রথমে বালিটিকুড়ি ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত এতটাই গভীর যে বুঁকের পাঁজরেও চোট লেগেছে। বর্তমানে বাড়িতেই তার চিকিৎসা চলছে।

স্কুলের ভেতরে এমন নারকীয় ঘটনা ঘটায় স্কুলের নিরাপত্তা ও কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবক মহল। পরিস্থিতি সামাল দিতে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, অভিযুক্ত চার ছাত্রকে সাময়িকভাবে স্কুল আসতে বারণ করা হয়েছে। শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্যই তারা স্কুলে আসতে পারবে।