বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন সুপারি পাড়তে! কিছুক্ষণ পরই মৃত্যু সংবাদ—গোবরডাঙার কুণ্ডপুকুরে রহস্যের ঘনঘটা

উৎসবের মরশুম শুরুর ঠিক আগেই চাঞ্চল্যকর ঘটনা ঘটল গোবরডাঙায়। গোবরডাঙা থানার চ্যাটার্জিপাড়া এলাকায় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই অস্বাভাবিক মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম অরূপ দাস (৩২)। তিনি গোবরডাঙার কুণ্ডপুকুর এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, এদিন অরূপ বাড়িতেই ছিলেন। সেই সময় তাঁর বন্ধু মিন্টু তাঁকে সুপারি পাড়ার কাজে ডেকে নিয়ে যান। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মিন্টু বাড়ি ফিরে এসে পরিবারের লোকেদের জানান, অরূপ মারা গিয়েছেন।
বন্ধুর মুখে এই মর্মান্তিক খবর শুনে অরূপের পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত চ্যাটার্জিপাড়ায় পৌঁছন। সেখানে গিয়ে তাঁরা দেখেন, অরূপ দাস রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। দ্রুত তাঁকে উদ্ধার করে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় কাউন্সিলর ও বাসিন্দারা জানান, ঘটনাস্থলে অরূপকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গিয়েছিল। এই ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। একাংশের প্রাথমিক অনুমান, সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যাওয়ায় এই মর্মান্তিক পরিণতি ঘটে থাকতে পারে। তবে মৃত্যুর আসল কারণ জানতে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।