‘সোমবার বিকেল ৫টা পর্যন্ত টাইম দিলাম!’ সিইও বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের পর এবার পাল্টা আক্রমণে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে ডেডলাইন বেঁধে দিলেন!
শুক্রবার সিইও-র দফতরে এসে শুভেন্দু অধিকারী বলেন, “আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) যদি সোমবার বিকাল ৫টার মধ্যে মনোজ আগরওয়ালের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, তবে আপনার আইএএস-আইপিএস অফিসারদের এবং আপনার সিএমও-র কর্মীদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজ কিছুটা বললাম, বাকিটাও ভবিষ্যতে বলব। ফাঁস করুন। আপনাকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত টাইম দিয়ে গেলাম। প্রমাণ দিতে হবে আপনাকে।”
বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন যে, কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় ‘আগুন নিয়ে খেলছে’ এবং ‘অ্যাকশন হলে রিঅ্যাকশনও হবে’। তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সিইও মনোজ আগরওয়ালকে নিশানা করেছিলেন।
মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, “মনোজ আগরওয়াল কী করছেন, মুখ্যমন্ত্রী যদি তা প্রকাশ না করেন, তাহলে আমরা দীপাবলির পরে সিইও দফতরে ধর্না দেব। কেন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও সব আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি এবং কেন এফআইআর দায়ের হয়নি, সেই বিষয়ে আমরা লিখিত অভিযোগ জমা দিতে এসেছি।”
শুভেন্দু অধিকারী এই ঘটনাটিকে ‘খুবই গুরুতর’ বলে বর্ণনা করেন। তিনি অভিযোগ করেন, রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের উপস্থিতিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি সিইও-কে আক্রমণ করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর “সিইও এগিয়ে খেলছে” মন্তব্যটি তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, “এই ভাষা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। সরাসরি কমিশনকে হুমকি দেওয়া হচ্ছে।” তিনি জানান, এই বিষয়ে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কাছেও লিখিত অভিযোগ জানানো হয়েছে।
আগামী সোমবার বিকেল ৫টার মধ্যে মুখ্যমন্ত্রী কি সিইও-এর দুর্নীতির প্রমাণ প্রকাশ্যে আনবেন? নাকি শুভেন্দু অধিকারী রাজ্যের একাধিক আইএএস-আইপিএস অফিসারের দুর্নীতি ফাঁস করবেন? রাজ্য-রাজনীতিতে এখন এই উত্তরের অপেক্ষা।