“স্ত্রী জাপানে রাষ্ট্রীয় সফরে, বাড়িতে ADGP-এর রক্তাক্ত দেহ!”-কেন আত্মঘাতী হলেন পুরন কুমার?

মঙ্গলবার সকালে নিজের সরকারি বাসভবনে সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন হরিয়ানা পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (ADGP) পদমর্যাদার আধিকারিক ওয়াই পুরন কুমার। ২০০১ ব্যাচের এই উচ্চপদস্থ আইপিএস অফিসারের আকস্মিক মৃত্যুতে কেবল পুলিশ বাহিনী নয়, গোটা প্রশাসনিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

ঘটনার সময় তাঁর স্ত্রী, সিনিয়র আইএএস অফিসার অমনীত পি. কুমার, মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির নেতৃত্বাধীন এক রাষ্ট্রীয় সফরে জাপানে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার চণ্ডীগড়ে নিজের বাসভবনের বেসমেন্টে পুরন কুমারের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দেহের পাশেই পড়েছিল তাঁর সার্ভিস বন্দুকটি।

পুলিশের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যার ঘটনা হলেও, কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। ফলে এই উচ্চপদস্থ অফিসারের আত্মহত্যার কারণ নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। পুলিশ বর্তমানে মানসিক চাপ, ব্যক্তিগত কারণ নাকি অন্য কোনো জটিলতা— প্রতিটি দিক খতিয়ে দেখছে।

পুলিশের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আত্মহত্যা করার কিছুক্ষণ আগেই ওয়াই পুরন কুমার তাঁর সমস্ত নিরাপত্তা কর্মীদের চলে যেতে নির্দেশ দেন। এরপর তিনি শব্দরোধী বেসমেন্টে গিয়ে একটি চেয়ারে বসেন এবং নিজের মাথায় গুলি চালান। বেসমেন্টটি শব্দরোধী হওয়ায় বাইরে থেকে কেউ গুলির শব্দ শুনতে পাননি। খবর পেয়েই সেক্টর ১১ থানার পুলিশ এবং সিএফএসএল (CFSL) দল ঘটনাস্থলে পৌঁছায়।

ওয়াই পুরন কুমার এবং তাঁর স্ত্রী অমনীত পি. কুমার দুজনেই ২০০১ ব্যাচের অফিসার এবং হরিয়ানা প্রশাসন ও পুলিশ মহলে তাঁরা সম্মানিত দম্পতি হিসেবে পরিচিত ছিলেন।

অমনীত পি. কুমার বর্তমানে সিভিল এভিয়েশন ও ভবিষ্য তহবিল বিভাগের কমিশনার-সচিব এবং বৈদেশিক সহযোগিতার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। স্ত্রীর অনুপস্থিতিতে এহেন মর্মান্তিক ঘটনা প্রশাসনকে কার্যত স্তব্ধ করে দিয়েছে। প্রশাসনিক মহল এই অফিসারের এমন চরম সিদ্ধান্ত নেওয়ার কারণ জানতে দিশেহারা।