কাশির সিরাপ কাণ্ড, চিকিৎসককে গ্রেফতার করায় সরব IMA, প্রশ্ন তুলল কেন্দ্র ও ওষুধ সংস্থার ভূমিকা নিয়ে

মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিষাক্ত কাশির সিরাপের কারণে অন্তত ১৬ জন শিশুর মৃত্যুর (মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা ও বেতুলের) ঘটনায় বিতর্কের মাঝে গ্রেফতার হয়েছেন মধ্যপ্রদেশের চিকিৎসক ডাঃ প্রবীণ সোনি। এই গ্রেফতারের বিরুদ্ধে এবার সরব হয়েছে দেশের শীর্ষ চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)।
সংগঠনের কড়া দাবি, একমাত্র চিকিৎসককে দায়ী করা অন্যায়, কারণ তিনি যথাযথ প্রোটোকল মেনেই চিকিৎসা করেছেন।
IMA-এর কড়া প্রশ্ন: ওষুধ সংস্থা ক্লিন চিট পেল কীভাবে?
জানা গেছে, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে আলোচনায় বসবে। তাদের মূল প্রশ্ন হলো— যে ওষুধ প্রস্তুতকারী সংস্থা এই বিষাক্ত ‘কলড্রিফ’ (Coldrif) সিরাপ তৈরি করেছে, সেই সংস্থা সরকারের কাছ থেকে ‘ক্লিন চিট’ (Clean Chit) পেল কীভাবে? আর যদি তাই হয়, তবে চিকিৎসাকে একা কেন দায়ী করা হচ্ছে? সংগঠনটি ডাঃ সোনির অবিলম্বে মুক্তির দাবিতে সরব হয়েছে।
এদিকে, IMA-এর একটি ফ্যাক্ট-ফাইন্ডিং টিম ইতিমধ্যেই ছিন্দওয়ারায় পৌঁছেছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করছে।
সিরাপে মিলেছে ৪৮% মারাত্মক বিষ
এই মৃত্যুর ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত ‘কলড্রিফ’ কাশির ওষুধ তৈরির সংস্থা Sresun Pharmaceuticals ও চিকিৎসকদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ল্যাব রিপোর্টে নিশ্চিতভাবে জানা গিয়েছে, মৃত শিশুদের বেশিরভাগের ক্ষেত্রেই প্রেসক্রাইব করা ওই সিরাপে রয়েছে ৪৮.৬% ডাইইথিলিন গ্লাইকোল (DEG) — যা এক ধরনের মারাত্মক বিষাক্ত রাসায়নিক। শরীরে প্রবেশ করলে এটি কিডনি ফেলিওর ও মৃত্যু ঘটাতে পারে।
শনিবার পুলিশ ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট ও ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর বিভিন্ন ধারায় ডাঃ সোনি এবং Sresun Pharmaceuticals-এর মালিকদের গ্রেফতার করেছে। এদিকে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব নির্দেশ দিয়েছেন, ছিন্দওয়ারার পারাসিয়ায় কর্মরত শিশু বিশেষজ্ঞ ডাঃ সোনিকে অবিলম্বে সাসপেন্ড করতে।