৪০ বছরেই অভিনয় থেকে অবসর নেব, বিস্ফোরক মন্তব্য মিমি চক্রবর্তীর! কী কারণে এমন সিদ্ধান্ত?

আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ‘রক্তবীজ 2’। এই ছবিতে পুলিশ অফিসার এসপি সংযুক্তা মিত্র চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির প্রচারের ফাঁকে নিজের চরিত্র ও কেরিয়ার নিয়ে কথা বলতে গিয়ে এক চমকপ্রদ তথ্য ফাঁস করলেন মিমি, যা শুনে চমকে উঠেছে গোটা টলিউড।

মিমি চক্রবর্তী জানিয়েছেন, ‘রক্তবীজ 2’ -তে তাঁর চরিত্রটি আরও কঠিন হতে চলেছে। তিনি বলেন, “আগেরবার যেটা দর্শক দেখেছে, এবার তা আরও ইন্টারেস্টিং, আরও বেশি থ্রিলার নিয়ে আসছে। আমি বিশ্বাস করি, এবারও আমরা আরও বেশি মানুষের হৃদয় ছুঁতে পারব।” একই সময়ে চারটি ছবি আসায় প্রতিযোগিতা নিয়ে মিমি বলেন, “আমাদের এটাই প্রফেশন। চ্যালেঞ্জ আসতেই থাকে। দর্শকই ভগবান। তারা যেটাকে সেরা বেছে নেবে, সেটাই চলবে। ঝগড়া মারামারি করে কিছু হবে না।”

ছবির শ্যুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে মিমি জানান, মার্চ মাসের তীব্র গরমে তাদের শ্যুটিং করতে হয়েছে। তিনি বলেন, “সাততলার ন্যাড়া ছাদে পায়ে হেঁটে উঠতে হয়েছিল, কারণ লিফট নেই। খুব একটা সহজ ছিল না কাজটা। ওয়াশরুমে যাওয়ার সময়টাও পাইনি।” ছবির গানে আবিরের সঙ্গে তার রোম্যান্সের ইঙ্গিত দেখে তিনি বলেন, “এর জন্য তো ছবিটা দেখতে হবে।”

তবে সাক্ষাৎকারের সবচেয়ে বড় চমক ছিল মিমির ভবিষ্যৎ পরিকল্পনা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ৪০ বছর বয়সে তিনি অভিনয় থেকে অবসর নিতে চান। তিনি বলেন, “আমি সারাজীবন এই কেরিয়ারটা নিয়ে বাঁচতে চাই না। আমি চাই না ক্যামেরার সামনে সারাজীবন থাকতে।” এরপর তিনি জানান, অবসর নেওয়ার পর তিনি একটি পশুদের আশ্রয়কেন্দ্র তৈরি করবেন এবং একটি ফার্ম হাউস করে সেখানে নিজের সবজি ফলিয়ে বাকি জীবনটা কাটাবেন। তিনি আরও বলেন, “আমার জীবনে কোনো প্রতিযোগিতা নেই। কোনো কিছু পাওয়ার খিদে আমার নেই। আমি নিজের যা আছে, তা নিয়েই খুশি।”

নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কেও মিমি পরিষ্কারভাবে জানিয়ে দেন যে, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারের সময় তাকে আর দেখা যাবে না। সবকিছু মিলিয়ে মিমি চক্রবর্তী এখন সম্পূর্ণভাবে তাঁর পেশা ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে ভাবনাচিন্তা করছেন, যা তাঁর ভক্তদের জন্য একটি বড় খবর।