বিজেপির নবান্ন অভিযান রুখতে হাওড়া ব্রিজ বন্ধ করে দিল পুলিশ

দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ, তিন দিক থেকে মিছিল যাবে নবান্ন’র দিকে। বিজেপির নবান্ন অভিযান রুখতে মরিয়া পুলিশ এবার বন্ধ করে দিল হাওড়া ব্রিজ। ফলে ব্যস্ত দিন চরম দুর্ভোগের স্বীকার হচ্ছেন সাধারণ মানুষ, নিত্যযাত্রী এবং দূরপাল্লার ট্রেনযাত্রীরা।

যানবাহন চলাচল বন্ধ। এরফলে পায়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হচ্ছেন মানুষ। বিজেপির মিছিল আটকাতে ঝালাই করে, লোহার রড এবং ব্যারিকেড দিয়ে হাওড়া ব্রিজের প্রবেশদ্বার সিল করে দিয়েছে পুলিশ। কলকাতা ঢোকার মুখে বাধা পেতে হচ্ছে নাগরিকদের।

অপরদিকে, পুলিশ তুমি যতই ধরো ট্রেনে করে নবান্ন যাব- এই স্লোগান দিয়ে কাটোয়া থেকে লোকাল ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশে রওনা দিলেন বিজেপি কর্মী, সর্মথকরা। বিজেপির দাবি, তৃণমূলের বাধা এড়াতে কৌশলী ভূমিকা নেন তাঁরা। গ্রাম থেকে স্বাভাবিকভাবে স্টেশনে এসে পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা।