ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা রবিনা ট্যান্ডনের! অক্ষয় ছেড়ে দেওয়ায় চরম সিদ্ধান্ত অভিনেত্রীর?

নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় ছবি ‘মোহরা’-র ‘টিপ টিপ বরষা পানি’ গানটি আজও দর্শকের মনে টাটকা। হলুদ শাড়িতে রভিনা ট্যান্ডন এবং অক্ষয় কুমারের বৃষ্টিভেজা রোমান্স সেই সময় বক্স অফিসে ঝড় তুলেছিল। গানটির উষ্ণতা এবং তাঁদের রসায়ন অনেকেরই চোখে পড়েছিল, কিন্তু খুব কম মানুষই জানতেন যে ক্যামেরার পিছনে তাঁদের ব্যক্তিগত জীবনে তখন এক গভীর বেদনা লুকিয়ে ছিল।

নব্বইয়ের দশকে অক্ষয় ও রভিনার প্রেম ছিল বলিউডের সবচেয়ে আলোচিত বিষয়। এই জুটি একের পর এক ছবিতে কাজ করেছেন এবং তাঁদের সম্পর্ক ছিল খুবই মজবুত। কিন্তু হঠাৎ করেই তাঁদের সেই সম্পর্কে ফাটল ধরে। শোনা যায়, অক্ষয় নাকি হঠাৎ করেই রভিনার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন।

এই ব্রেকআপের পর নাকি রভিনা চরম হতাশ হয়ে পড়েছিলেন। গুঞ্জন ওঠে, তিনি নাকি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এই খবর সেই সময় গোটা বলিউডকে নাড়িয়ে দেয়। যদিও রভিনা নিজে এই খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, আত্মহত্যার চেষ্টা নয়, বরং সেই সময় তিনি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তবে রভিনার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, এই আত্মহত্যার চেষ্টার খবর একেবারেই সত্যি ছিল।

‘মোহরা’-র সেই উচ্ছ্বল রোমান্স, যা লক্ষ লক্ষ দর্শকের মন জয় করেছিল, তার আড়ালে যে এক তীব্র কষ্টের কাহিনি লুকিয়ে ছিল, তা জেনে অনেকেই অবাক হন।