“জামাকাপড়ের দোকানে ছুরি বের করলেন যুবক!”-হাড়হিম করা CCTV ফুটেজ ভাইরাল

মুম্বইয়ের কল্যাণ শহরে এক অদ্ভুত এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হবু স্ত্রীর পছন্দের লেহেঙ্গা বদলাতে রাজি না হওয়ায় এক দোকানে ঢুকে ৩২ হাজার টাকার ব্রাইডাল লেহেঙ্গা ছিঁড়ে ফেলেছেন হবু বর। দোকানের সিসিটিভি ফুটেজে সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়েছে, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে কল্যাণ ওয়েস্টের বিখ্যাত ফ্যাশন স্টোর ‘কলাক্ষেত্র’-তে।
দোকান সূত্রে জানা গেছে, গত ১৭ই জুন কল্যাণের বাসিন্দা মেঘনা মাখিজা নিজের বিয়ের জন্য ৩২ হাজার ৩০০ টাকা দিয়ে একটি লেহেঙ্গা কিনেছিলেন। কিন্তু বাড়ি ফেরার পর মেঘনার মন পরিবর্তন হয় এবং তিনি লেহেঙ্গাটি ফেরত দিতে চেয়ে দোকানে ফোন করেন।
দোকান কর্তৃপক্ষ মেঘনাকে জানায় যে, ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। তবে, এক মাসের মধ্যে একই মূল্যের অন্য কোনো পোশাকের সাথে লেহেঙ্গাটি পরিবর্তন (এক্সচেঞ্জ) করা যাবে। এর জন্য ৩১শে জুলাই পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়।
এরপর গত ১৯শে জুলাই মেঘনা আবার দোকানে আসেন এবং লেহেঙ্গা পরিবর্তনের বিষয়ে কথা বলতে গিয়ে দোকানদারের সাথে তার তীব্র বাদানুবাদ শুরু হয়।
এর কয়েক ঘণ্টা পর মেঘনার হবু বর সুমিত সায়ানি দোকানে প্রবেশ করেন। চরম রাগান্বিত অবস্থায় সুমিত দোকানদারের সাথে কথা কাটাকাটি শুরু করেন। হঠাৎই পকেট থেকে একটি ছুরি বের করে দোকানের মধ্যেই সেই লেহেঙ্গাটি ছিঁড়ে ফেলেন। শুধু তাই নয়, দোকানদারকে হুমকিও দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
দোকানদার জানিয়েছেন, “ওই যুবক আমাকে বলেছে, যদি কথা না শুনি, এই লেহেঙ্গার মতো আমাকেও ছিঁড়ে ফেলবে।” দোকানদারের আরও অভিযোগ, সুমিত তার কাছে ৩ লক্ষ টাকা দাবি করেন এবং এই টাকা না দিলে দোকানের বদনাম করে ভিডিও ভাইরাল করার হুমকি দেন।
পুরো ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। ঘটনার পর কল্যাণ বাজারপেট থানায় দোকানদার অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ভাইরাল ভিডিও ফুটেজ দেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।