ভারত-পাকিস্তান যুদ্ধের আবহ? কাশ্মীরে LoC-তে পাক সেনার গুলি, পাল্টা জবাব দিচ্ছে ভারতও

পহেলগাঁওয়ের ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর গোটা দেশ ক্ষোভে ফুঁসছে। হামলার দগদগে ক্ষত বুকে নিয়ে দেশবাসী যেখানে কড়া পদক্ষেপের অপেক্ষায়, ঠিক তখনই নিয়ন্ত্রণরেখা (LoC) বরাবর পাকিস্তানের সেনাবাহিনী রাতভর ব্যাপক গোলাগুলি চালিয়েছে। তবে ভারতীয় সেনাবাহিনীও এর উপযুক্ত জবাব দিয়েছে।
সেনা সূত্রে খবর, নিয়ন্ত্রণরেখার বেশ কয়েকটি পোস্ট থেকে পাকিস্তানি সেনাবাহিনী ছোট অস্ত্র ব্যবহার করে গুলি চালায়। তবে এই পাক গোলাগুলিতে ভারতের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীও শক্তিশালী পাল্টা জবাব দিয়েছে।
গত ২২শে এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের বর্বরোচিত আক্রমণের পর থেকেই নিয়ন্ত্রণরেখায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বেড়েছে। বুধবার থেকেই বিক্ষিপ্ত গুলি বিনিময় ও শেলিং চললেও বৃহস্পতিবার রাতে এর তীব্রতা বাড়ে।
এদিকে, পহেলগাঁও হামলায় ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দেওয়ার পর থেকেই পাক সেনাও তৎপর হয়েছে। এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের আকাশপথে ভারতীয় বায়ুসেনার তৎপরতা লক্ষ্য করা গেছে। বায়ুসেনার ফাইটার জেটগুলি আকাশে চক্কর কাটছে এবং একাধিক ঘাঁটিতে মহড়া চালাচ্ছে। এর মধ্যে ‘Exercise Aakraman’ নামে একটি মহড়াও অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে রাফাল সহ মূলধারার যুদ্ধবিমান অংশ নিচ্ছে এবং কিছু ক্ষেত্রে বিমানগুলিকে সীমান্ত এলাকার কাছাকাছিও উড়তে দেখা গেছে। এই মহড়া ভারতের সামরিক প্রস্তুতিরই ইঙ্গিত দেয়।
ফেব্রুয়ারিতেও পাকিস্তানি সেনাবাহিনী পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালিয়েছিল এবং তখনও ভারতীয় সেনাবাহিনী এর পাল্টা জবাব দিয়েছিল। পহেলগাঁও হামলার পর সীমান্তের এই পরিস্থিতি স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে।