‘হোটেল রুমে অভিনেতার সঙ্গে…’! খবর ছড়িয়ে পড়তেই রেগে আগুন শ্রীদেবী, বললেন…

বলিউডের ইতিহাসে শ্রীদেবী ও জিতেন্দ্র জুটি ছিল অন্যতম হিট। একসঙ্গে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তাঁরা। তবে এই জুটির জনপ্রিয়তার পাশাপাশি, সম্পর্ক নিয়ে গসিপও ছড়িয়েছিল তুমুল।

শুটিংয়ের সময় জিতেন্দ্রর সঙ্গে শ্রীদেবীর সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হয়। বলিউডের অন্দরমহলে গুঞ্জন ছড়ায়, তাঁরা নাকি একই হোটেলের একই ঘরে ছিলেন। যা নিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হয় সেই সময়।

এই বিষয়ে মুখ খুলেছিলেন শ্রীদেবী নিজেই। তিনি বলেছিলেন,”আমি খুব সহজ-সরল মেয়ে, বোকা নই। এমন কিছুই হয়নি। আমরা কেউ কারও ঘরে যাইনি। এমনকি বাড়িতেও যাইনি।”

শ্রীদেবী আরও জানান,”জিতু (জিতেন্দ্র) অসাধারণ মানুষ। আমার প্রথম হিন্দি ছবির শুটিংয়ে উনি আমাকে ভীষণভাবে সাহায্য করেছিলেন। হিন্দি ভাষায় সংলাপ বলতে ভয় পাচ্ছিলাম, জিতু আমাকে আত্মবিশ্বাস দিয়েছিলেন। সংলাপ মুখস্থ করতেও সাহায্য করেছিলেন।”

শ্রীদেবীর এই স্পষ্ট বক্তব্যের পরও গসিপ থামেনি। কিন্তু তাঁর অভিনয় দক্ষতা ও স্টারডমের কাছে সবকিছুই ফিকে হয়ে যায়। আজও তিনি বলিউডের চিরসবুজ ‘ডিভা’।

সময়ের সঙ্গে গসিপ হারিয়ে গেলেও, শ্রীদেবী-জিতেন্দ্রর জুটির ম্যাজিক আজও দর্শকদের মনে অমলিন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy