এসএসকেএম হাসপাতাল থেকে বেরোতেই সবাই গরু চোর বলল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে

এসএসকেএম হাসপাতাল বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ভর্তি নিলো না। SSKM এর ৭ সদস্যের এক মেডিকেল টিম জানিয়েছে যে অনুব্রত মণ্ডলের হাসপাতালে থাকার প্রয়োজন নেই।

আজ, সোমবার এসএসকেএম হাসপাতাল থেকে বেরোতেই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গরু চোর বলতে শুরু করলেন একদল মানুষ। এর কারণ জানতে চাইলেই বিদ্রুপকারীরা জানান, ‘সবাই বলছে তাই আমিও বলছি।’

উল্লেখ্য, গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে আজও তলব করেছিল সিবিআই। কিন্তু তিনি যাবেন না বলে জানিয়ে দেন। তারপর তিনি এসএসকেএম হাসপাতালে যান। কিন্তু সেখানে তাকে ভর্তি থাকতে হবে না বলে জানিয়ে দেন চিকিৎসকেরা।

প্রসঙ্গত, প্রসঙ্গত, বীরভূমের দাপুটে নেতা অনুব্রত একাধিক সময় একাধিক বিষয় নিয়ে প্রায়ই উঠে আসেন খবরের শিরোনামে। বিশেষ করে নির্বাচনের সম্মুখে তার মুখের ডায়ালগ গুলো আজও বেশ মানুষের কানে বাজে। তার বলা ‘গুড় বাতাসা’ ও ‘চড়াম চড়াম’ শব্দে ঢাক বাজানো র কথা সোশ্যাল মিডিয়া ও সংবাদ বিভাগে আলোচ্য বিষয়ের আকার ধারণ করে। আর এবার গরু পাচার কান্ডে তার দেহ রক্ষীকে তলব করেছে সিবিআই ফলে ফের সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল।