BigNews: ‘কেড়ে’ নেওয়া হলো পদ, ‘CENSORE’-নিয়ে মুখ খুললেন কুনাল ঘোষ

পার্থ চ্যাটার্জিকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্যের কারণে কুনাল ঘোষকে সেন্সর করেছেন দল। তবে এই বিষয়ে তাকে দলের পক্ষ থেকে কোনো অফিসিয়াল চিঠি পাঠানো হয়নি। মৌখিক ভাবেই আপাতত দলের মুখ পাত্রের দায়িত্ব থেকে সরানো হয়েছে কুণালকে। যদিও এখনো তিনি রাজ্য সম্পাদক পদে বহাল থাকছেন।

আর এই প্রসঙ্গে কুনাল ঘোষ বলেন ‘দলের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। আমি দলের কঠিন দিনের সৈনিক। এখন দল যা সিদ্ধান্ত নিয়েছে তা আমি অক্ষরে অক্ষরে পালন করব।

প্রসঙ্গত, তৃণমূলের মুখ পাত্র কুনাল ঘোষ সাংবাদিকদের সামনে মাঝে মাঝেই পার্থ চ্যাটার্জিকে সরাসরি নিশানা করে করেছেন বিভিন্ন মন্তব্য। ED র হাতে পার্থ চ্যাটার্জির গ্রেফতারের পর তিনি সেই সুর ছড়িয়েছিলেন সপ্তমে।

আর এবার সেই বিষয় নিয়েই এবার তিনি পড়লেন দলের নিষেধাজ্ঞায়। দলীয় সূত্রের খবর অনুযায়ী দলের পক্ষ থেকে কুণালকে সেন্সর করা হয়েছে। আর এই প্রসঙ্গে তিনি আজ বলেন যে তিনি পার্থ চ্যাটার্জি সম্পর্কে আর একটি কোথাও বলবেন না। দলের মুখপাত্র হিসেবে নয় তার সেই মন্তব্য গুলো ছিল একান্ত ব্যক্তিগত বিষয়।