Weather: অনেকটাই কমবে তাপমাত্রা, বাংলায় কনকনে শীতের পূর্বাভাস, জেনেনিন কবে থেকে?

জানুয়ারির শেষ প্রান্তে এসে কলকাতা থেকে শীত প্রায় উধাও হওয়ার উপক্রম। কয়েক দিন ধরেই জাঁকিয়ে শীতের আমেজ কমে গিয়েছিল, এবং শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রিতে পৌঁছে যাওয়ায় শীতের অনুভূতি প্রায় গায়েব হয়ে যায়। তবে, আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনই শীত বিদায় নিচ্ছে না, বরং আবারও পারদ পতন হবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এর পাশাপাশি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির সম্ভাবনা:

আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, ২৮ জানুয়ারি দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে।

কবে ফিরবে শীতের ছন্দ?

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। তবে এর পরের ৩ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি করে কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার তেমন কোনো হেরফের হবে না, কিন্তু তারপর পারদ ৩-৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া:

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া:

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

কলকাতার তাপমাত্রা:

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫৯ শতাংশ।

সংক্ষেপে, কলকাতায় শীতের যে সাময়িক বিরতি দেখা গিয়েছিল, তা শীঘ্রই শেষ হতে চলেছে। পারদ পতনের পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।