দূষণে কেন হাত গুটিয়ে রাজ্য, মুখ্যসচিবের কাছে হলফনামা তলব করলো আদালত

কেষ্টপুর ও বাগজোলা খালের দূষণ নিয়ে জাতীয় পরিবেশ আদালত (এনজিটি) রাজ্য সরকারকে তীব্র সমালোচনা করেছে। আদালতের মতে, বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে খাল পরিষ্কারের কাজে বিলম্ব হচ্ছে।
কী হচ্ছে সমস্যা?
অর্থ দপ্তর থেকে প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও, অন্যান্য দপ্তরগুলো প্রকল্প বাস্তবায়নে উদাসীন। খালের পাড়ে দখলদারি উচ্ছেদ, সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন ইত্যাদি বিভিন্ন কাজের দায়িত্ব নেওয়ার জন্য দপ্তরগুলি একে অপরের দিকে তীর ছুড়ছে।এই দ্বন্দ্বের ফলে খালের দূষণ আরও বাড়ছে এবং জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়ছে।
এনজিটির নির্দেশ:
আদালত সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছে। কোন দপ্তর কোন কাজ করবে, তা স্পষ্ট করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।মুখ্যসচিবকে এই বিষয়ে বিস্তারিত হলফনামা দিতে বলা হয়েছে।
এই ঘটনাটি সরকারি দপ্তরগুলির মধ্যে সমন্বয়ের অভাব এবং পরিবেশ সংক্রান্ত বিষয়ে উদাসীনতার এক চিত্র তুলে ধরে। আদালতের এই নির্দেশের পর, দেখার বিষয়, সরকার এই সমস্যার সমাধানে কতটা গুরুত্ব দেয়।