ICDS: কোনও আভাসই ছিল না, সকাল হতেই ICDS কর্মীদের জন্য় এল বড় নির্দেশ

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১ নম্বর ব্লকের একাধিক আইসিডিএস কেন্দ্রের ১৩ জন কর্মীকে রাতারাতি বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কর্মীরা প্রতিবাদে সোচ্চার হয়েছেন।
কর্মীদের কোনও আগাম নোটিশ ছাড়াই হঠাৎ করে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। বদলির কোনও লিখিত আদেশ দেওয়া হয়নি।বদলির কারণ জানতে চাইলেও কর্মীরা কোনো সন্তোষজনক উত্তর পাননি।কর্মীরা অভিযোগ করেছেন যে, এই বদলির পিছনে শাসক দলের নেতাদের ইন্ধন রয়েছে।
এই বদলির ফলে স্থানীয় শিশু ও প্রসূতিদের সেবা ব্যাহত হচ্ছে।কর্মীরা তাদের বাড়ির কাছাকাছি সেন্টারে কাজ করতে অভ্যস্ত ছিলেন। এই বদলি তাদের জন্য অনেক অসুবিধার সৃষ্টি করেছে।
কী বলছেন প্রশাসন ও রাজনৈতিক নেতারা?
বিডিও সোমনাথ মান্না এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।সিডিপিও ময়ূখ মিত্র দাবি করেন যে, সরকারি নির্দেশ মেনে বদলি করা হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন।রায়দিঘির তৃণমূল বিধায়ক অলোক জলদাতা এই বিষয়ে অজ্ঞ।
কর্মীরা মহকুমাশাসকের কাছে বদলির নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন।যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আন্দোলনের হুমকি দিয়েছেন কর্মীরা।