ডিজেলের প্রথম চালান পৌঁছেছে শ্রীলঙ্কায়, পরীক্ষা করা হচ্ছে ডিজেলের নমুনা

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় ডিজেলের একটি চালান পৌঁছেছে। স্থানীয় সময় শনিবার সকালে কলম্বো বন্দরে ওই চালান পৌঁছায়। দেশটির বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা জানিয়েছেন, ডিজেলের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, ডিজেল বহনকারী দ্বিতীয় জাহাজটিও শনিবার আরও পরের দিকে পৌঁছাবে। বিতরণের আগে একই পদ্ধতিতে ওই চালানেরও মান পরীক্ষা করা হবে বলে জানান তিনি।

অপরদিকে আগামী ১৮ ও ১৯ জুলাই পেট্রলের প্রথম চালান পৌঁছাবে। তিনটি চালানের জন্য আগেই অর্থপ্রদান করা হয়েছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নিশ্চিত করেছেন।

এদিকে দেশটির সদ্য পদত্যাগ করা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বলেছেন, তিনি প্রেসিডেন্ট পদে না থাকলেও দেশের জন্য কাজ করে যাবেন। তিনি তার পদত্যাপত্রে এসব কথা বলেছেন। তার পদত্যাগপত্রটি শনিবার (১৬ জুলাই) দেশটির পার্লামেন্টের বিশেষ অধিবেশনে পড়ে শোনানো হয়।

পার্লামেন্টে সংক্ষিপ্ত অধিবেশন আহ্বান করা হলে সংসদের মহাসচিব ধম্মিকা দাসানায়েক স্পিকারের কাছে পাঠানো প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্রটি পড়ে শোনান।

চিঠিতে সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আরও বলেন, তিনি দায়িত্ব নেওয়ার ৩ মাসের মধ্যে কোভিড মহামারি সমগ্র বিশ্বকে প্রভাবিত করে। তিনি সে সময়ে শ্রীলঙ্কাকে মহামারি থেকে রক্ষা করার প্রচেষ্টা চালান এবং তাতে তিনি সন্তুষ্ট।

তিনি আরও বলেন যে ২০২০ ও ২০২১ সালে লকডাউন কার্যকর করার মাধ্যমে, দেশ বৈদেশিক মুদ্রা হারায় এবং অর্থনীতি ধসে পড়ে। যা এখন চরম আকার ধারণ করেছে।