মাঝ আকাশে বিমানের মধ্যে দুই যাত্রীর তুমুল মারামারি, অতঃপর…যা ঘটলো?

বসার সিট নিয়ে যাত্রীদের মধ্যে প্রায়ই হাতাহাতির ঘটনা ঘটে। এমন অভিজ্ঞতার শিকার অনেকেই। তবে বিমানের যাত্রীদের সিট নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা কেউ কল্পনাও করে না! অথচ এমন ঘটনাই ঘটল।

বিমানের মধ্যে মারামারির সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, সিটে বসা নিয়ে চলন্ত বিমানেই দুই যাত্রীর তুমুল মারপিট চলছে। খবর নিউইয়র্ক পোস্টের।

তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার (৭ মে) ইভা এয়ারের ‘বিআর০৮’ বিমানে মারপিটের এ ঘটনা ঘটে। বিমানটি তাইওয়ান থেকে ক্যালিফোর্নিয়ায় যাচ্ছিল। এক যাত্রী অন্য যাত্রীর সিট নিয়ে নেয়ায় এ মারামারির ঘটনা ঘটে।

জানা যায়, মাঝ আকাশে চলন্ত বিমানে এক যাত্রীর পাশে থাকা সহযাত্রী খুবই কাশছিলেন। তখন ওই যাত্রী একটি সিট খালি দেখে সেখানে গিয়ে বসেন। এরপর ঐ সিটের যাত্রী এসে রেগে গিয়ে মারধর শুরু করেন। আর সিটে বসে থাকা ব্যক্তিও বসে থাকেননি। জড়িয়ে পড়েন মারামারিতে। পরে ফ্লাইট অ্যাটেনডেন্টরাসহ বেশ কয়েকজন যাত্রী এসে মারামারিতে ব্যস্ত দুই যাত্রীকে শান্ত করার চেষ্টা করেন।