সুখবর! সবথেকে সস্তায় বাড়ি পাওয়া যাচ্ছে ভারতের এই রাজ্যে, টাকা থাকলে কিনে রাখুন

বাংলা সহ বাকি রাজ্যকে পেছনে ফেলে নতুন পালক উঠলো গুজরাটের মুকুটে। দেশের সেরা ৮ শহরের মধ্যে সবথেকে সস্তায় বাড়ি পাওয়া যাচ্চে গুজরাটের আহমেদাবাদে। সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এমন এক তথ্য।

নাইট ফ্রাঙ্ক এফোরডিবিলিটি ইনডেক্স অনুযায়ী, দেশের টায়ার ১, টায়ার ২ সহ সমস্ত ধরণের শহরের তুলনায় সবথেকে কম দামে বাড়ি কেনা যাচ্ছে আহমেদাবাদে। ইকোয়েটেড মান্থলি ইনকামের বা ইএমআই -এর মাধ্যমে বাড়ি ক্রয় করার নিরিখে প্রকাশ করা হয়েছে এই তথ্য।

প্রসঙ্গত, গুজরাট শিল্পোন্নত রাজ্য হওয়া সত্ত্বেও সবচেয়ে সস্তায় বাড়ি পাওয়া যাচ্ছে এটা একদিকে যেমন মধ্যবিত্তদের জন্য সুখবর সেরকমই আবাসন শিল্পের ক্ষেত্রে খারাপ খবর। মূলত চাহিদা অনুযায়ী যোগান বেশি থাকলে কোনো জিনিসের দাম কমে। সেই সমীক্ষার রিপোর্ট থেকে ধারণা করা যায় গুজরাটে একাধিক আবাসন খালি অথবা সস্তায় বিক্রি হচ্ছে চাহিদা কম থাকার কারণে।