আমুল দই থেকে বিষক্রিয়া! বিক্রি বন্ধের নির্দেশ, বর্ধমানে অভিযান স্বাস্থ্য দফতরের

বর্ধমানের রায়না ও জামালপুরে দুটি অনুষ্ঠান বাড়িতে খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে। এতে শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। বিষক্রিয়ার কারণ অনুসন্ধানে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে খাবারের নমুনা সংগ্রহ করা হয়। ল্যাব পরীক্ষায় দেখা যায়, আমুল কোম্পানির মিষ্টি দই থেকে বিষক্রিয়া ছড়িয়েছে।

এই ঘটনায় উদ্বিগ্ন জেলা প্রশাসন। বিষক্রিয়ার ঝুঁকি এড়াতে আমুল কোম্পানির নির্দিষ্ট ব্যাচের মিষ্টি দই বিক্রি বন্ধের নির্দেশ জারি করা হয়েছে। জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক ও ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা যৌথভাবে বর্ধমান শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ওই ব্যাচের দই বাজেয়াপ্ত করেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আমুল কোম্পানির ব্যাচ নম্বর ‘কেপিভি৩৬৫৩’ এর মিষ্টি দই বিক্রি বন্ধের নির্দেশ জারি করা হয়েছে। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় জেলার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তারা আশঙ্কা করছেন, এই দই থেকে আরও অনেকে অসুস্থ হয়ে পড়তে পারেন।