শীতে লেপ-কম্বল ব্যবহারের আগে রোদে দেবেন কেন? জানা না থাকলে জেনেনিন

অবশেষে জাঁকিয়ে শীত পড়া শুরু হয়েছে। এরই মধ্যে কমবেশি সবাই শীতের কাপড় বের করে ব্যবহারও শুরু করেছেন।

তবে দীর্ঘ সময় ধরে আলমারিতে তুলে রাখা লেপ-কম্বল নামিয়ে গায়ে জড়ানোর আগে তা রোদে দেওয়া জরুরি। না হলে শরীরে নানা রোগ বাসা বাঁধতে পারে, এমনটিই বলছেন বিশেষজ্ঞরা।

কারণ দীর্ঘদিন বাক্স বা আলমারিতে তুলে রাখালে এসবে ভ্যাপসা গন্ধ ও ধুলোর আস্তরণ জমে যায় যা থেকে অ্যালার্জির সমস্যা ও শ্বাসযন্ত্রের সংক্রমণ হতে পারে। তাই শীতের লেপ-কম্বল ব্যবহারের আগে বেশ কিছু বিষয় মাথা রাখা উচিত।

১. আলমারি থেকে শীতের পোশাক বের করে সেগুলো ভালো করে ভিনেগার কিংবা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে পরিষ্কার করে ভালোমতো শুকিয়ে এরপর গায়ে দেয়া উচিত। তা না হলে এসব কাপড় থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু কিংবা অ্যালার্জি সৃষ্টি হতে পারে।

২. দীর্ঘ সময় ধরে তুলে রাখা শীতের লেপ-কম্বলও আলমারি থেকে নামিয়েই ব্যবহার করা যাবে না। তার আগে একটানা বেশ কয়েকদিন রোদে দিন। এতে লেপে থাকা স্যাঁতস্যাঁতে ভাব ও দুর্গন্ধ দূর হয়ে যাবে। এবং সর্দি বা কাশি হওয়ার ঝুঁকিও কমবে।

৩. কম্বল বা লেপ ধোঁয়ার পর হালকা রোদে শুকিয়ে নেয়া উচিত। কেননা বেশি সময় কিংবা চড়া রোদে কম্বলের পশম নষ্ট ও রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকে।

৪. অনেকে আবার কম্বল বা লেপ তাড়াতাড়ি শুকানোর জন্য ড্রায়ার ব্যবহার করেন। এই ভুটি করবেন না। ড্রায়ার ব্যবহার করলে কম্বলের তন্তু নষ্ট হয়ে যায়।

৫. ব্যবহারের আগে উলের তৈরি জামাকাপড় একবার ধুয়ে নিন। তবে চড়া রোদে এ ধরনের জামাকাপড় শুকাতে দেবেন না। তাহলে রং জ্বলে যেতে পারে।

৬. শিশুদের শীতের পোশাক জীবাণুমুক্ত করা জরুরি। কারণ আবদ্ধ ওয়ারড্রোব বা আলমারিতে দীর্ঘদিনে ধুলোবালি থেকে ছোট ছোট কীট জন্ম নেয়। যেগুলো শরীরে অ্যালার্জি তৈরি করে। সেজন্য শিশুদের কাপড় ভালোমতো ধুয়ে মচমচে করে রোদে শুকিয়ে নিন।