রিসেপশনে নজর কাড়লেন সৌরভ-দর্শনা, রানি রঙের বেনারসিতে সাজলেন বধূ, কাঁথাস্টিচের পঞ্জাবিতে বর

গত ১৫ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সৌরভ দাস এবং দর্শনা বণিকের রিসেপশন অনুষ্ঠান গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়। এদিন দর্শনা এবং সৌরভ দুজনেই সাবেকি সাজে নজর কাড়েন।

দর্শনা রানি রঙের একটি বেনারসি পরেছিলেন। গোটা শাড়ি জুড়ে ছিল ভরাট কাজ। পরেছিলেন ম্যাচিং ব্লাউজ। সঙ্গে ছিল সোনার গয়না। অন্যদিকে সৌরভের পরনে ছিল সাদা রঙের পঞ্জাবি। মাল্টিকালারের কাঁথা স্টিচ দেখা যায় তাঁর পঞ্জাবিতে।

দর্শনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ছবি পোস্ট করেন। ছবিতে তাঁকে একা এবং বরের সঙ্গে দেখা যায়। তিনি ছবিতে ক্যাপশন দিয়ে লিখেছেন, “বৌভাতের সন্ধ্যাবেলা।”

<p>দর্শনার ইনস্টা স্টোরি</p>

বৌভাতের দুপুরে দর্শনা পরেছিলেন টুকটুকে লাল সিল্কের শাড়ি। সঙ্গে গা ভর্তি সোনার গয়না এবং ম্যাচিং ব্লাউজ পরেছিলেন। তাঁদের ভাত কাপড়ের মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাত কাপড়ের অনুষ্ঠানের পর তাঁরা একে অন্যকে নমস্কার করেন, জড়িয়েও ধরেন ভালোবেসে।

সৌরভ এবং দর্শনা একসঙ্গে একাধিক ছবিতেও কাজ করেছেন। তাঁরা দীর্ঘদিন ধরে প্রেম করছেন। গত ১৫ ডিসেম্বর তাদের বিয়ে হয়।