ফর্সা ত্বক পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন এই নাইটক্রিম, কৌশল জেনেনিন

ত্বকের যত্ন নেওয়া খুব জরুরি। তাই ত্বকের যত্ন নেওয়ার জন্য বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করেন সকলে। কিন্তু এই প্রোডাক্টগুলিতে থাকা কেমিক্যাল ত্বকের আরও ক্ষতি করে দেয়। তাই ত্বকের যত্ন নেওয়া জন্য সবার আগে ত্বক পরিষ্কার রাখতে হবে।

তারপর যদি ত্বকের উজ্জ্বলতা আরও বাড়িয়ে তুলতে হয় তাহলে ঘরোয়া টোটকা ব্যবহার করাই উচিত। বাড়িতেই বানিয়ে নেওয়া যেতে পারে নাইট ক্রিম। এই নাইট ক্রিম প্রতিদিন ব্যবহার করলেই পাওয়া যাবে ফল।

অ্যালোভেরা দিয়ে নাইট ক্রিম বানানোর পদ্ধতি : খুব সহজেই মাত্র দুটি উপকরণ দিয়ে নাইট ক্রিম বানিয়ে নেওয়া যেতে পারে বাড়িতেই। বাড়িতে তৈরি এই নাইট ক্রিম নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল ও টানটান হয়ে উঠবে।

কিন্তু অনেকের আবার অ্যলোভেরা জেল সহ্য হয় না। মুখে আলার্জি বেরোয়। সেক্ষেত্রে রয়েছে উপায়। ফ্ল্যাক্স সিড জেল অথবা তিসি বীচের তেল ব্যবহার করা যেতে পারে। প্রথমে জলের মধ্যে তিসি বীজ ফুটিয়ে নিয়ে সেটা গরম অবস্থাতেই তা ছেঁকে নিতে হবে। তারপর এক ধরনের থকথকে জেল পাওয়া যাবে, যা ফ্ল্যাক্স সিড জেল নামে পরিচিত।

নাইট ক্রিম ব্যবহারের পদ্ধতি : প্রতিদিন রাতে ঘুমানোর আগে খুব ভালো করে মুখ পরিষ্কার করে নিতে হবে এবার অ্যালোভেরা জেল অথবা ফ্ল্যাক্স সিড জেল ভালোভাবে মুখে লাগিয়ে নিতে হবে। এইভাবে টানা ৭ দিন এই ফ্ল্যাক্স সিড ব্যবহার‌ করলেই বোঝা যাবে ত্বক আগের থেকে আরও কত সুন্দর হয়ে গিয়েছে।