SSKM: গোড়ালি থেকে কেটে গিয়েছিল পায়ের পাতা, শিশুর পা জুড়ে দিল চিকিৎসকরা

মাত্র ৪ বছর বয়সী ছোট্ট মেয়ের ডান পায়ের গোড়ালি থেকে কেটে গিয়েছিল পায়ের পাতা। ৪ বছরের ওই শিশুর নাম হাসি মোল্লা। স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এসএসকেএম হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকরা অস্ত্রোপচারের পর শিশুটির পায়ের পাতাটি সফলভাবে জুড়ে দেন।
হাসির বাবা জানান, ২০ অক্টোবর সন্ধ্যায় তিনি ও হাসি ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। জয়নগরের কাছে একটি দুর্ঘটনায় হাসির পায়ের পাতাটি কেটে যায়। প্রথমে নিমপীঠ হাসপাতালে, পরে বারুইপুর হাসপাতালে চিকিৎসার পর তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়।
এসএসকেএম হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক অরিন্দম চট্টোপাধ্যায় জানান, শিশুটির পায়ের হাড়, স্নায়ু, টেন্ডন ও ধমনী সবই কেটে গিয়েছিল। অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে সবকিছু জুড়ে দেওয়া হয়েছে।