করোনা: ভারতে ১ দিনে ৩ মাসের সর্বোচ্চ করোনা সংক্রমণ, বের বাড়ছে উদ্বেগ

ভারতে গত একদিনে ৮ হাজার ৩২৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের।

বর্তমানে ভারতজুড়ে করোনা শনাক্ত ৪০ হাজার ৩০৭ জন রোগী রয়েছে।

দিল্লিতে একদিনে নতুন করে ৭৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে কেউ মারা যায়নি।

যদিও ভারতের বিশেষজ্ঞেরা এই সংক্রমণ বৃদ্ধিতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, প্রথমত, আমরা নতুন কোনো ভ্যারিয়্যান্ট পাইনি। ওমিক্রনের সাব-লাইনেজগুলোর তুলনায় বর্তমানে ভারতে বিএ.৪, বিএ.৫ এবং বিএ.২, এই তিনটি ভ্যারিয়্যান্ট উচ্চ সংক্রমণ ক্ষমতাসম্পন্ন। তবে বড় শহরগুলোতে সংক্রমণের চাপ ততটা বেশি নয়। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

তবে দৈনিক সংক্রমণ বাড়লেও, আগের দিনের (শুক্রবার) তুলনায় কমেছে মৃত্যুর সংখ্যা। ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। আর শুক্রবার মৃতের সংখ্যা ছিল ২৪।

দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে নতুন আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮১ জন। তার মধ্যে শুধু মুম্বাইয়ে নতুন আক্রান্ত এক হাজার ৯৫৬ জন।

এদিকে, গত ২৩ জানুয়ারির পর ফের দৈনিক সংক্রমণের সংখ্যা দু’হাজারের কাছাকাছি পৌঁছেছে মায়ানগরীতে। সংক্রমণ বাড়তে থাকায় ফের মাস্ক বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার।

সংক্রমণের দিক থেকে মহারাষ্ট্রের পরই রয়েছে কেরালা (২,৪১৫ জন), দিল্লি (৬৫৫ জন) ও কর্নাটক (৫২৫ জন)।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy