আজ ঘোষিত হলো উচ্চমাধ্যমিকের ফলাফল, এবার প্রথম হয়েছেন আদিশা দেবশর্মা তার প্রাপ্ত নম্বর ৪৯৮। তার বাড়ি কোচবিহার জেলার দিনহাটাতে। দ্বিতীয় হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সায়ানদীপ সামন্ত। সায়ানদীপ পেয়েছে ৪৯৭। অপরদিকে তৃতীয় হয়েছেন রোহিত সেন ,অভিক দাস ও পরিচয় পারি। তাদের সকলের প্রাপ্ত নম্বর ৪৯৬।
প্রসঙ্গত, মাধ্যমিকের পর পূর্ব ঘোষণা অনুযায়ী আজ প্রকাশিত হলো উচ্চমধ্যমিকের ফলাফল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য্য আজ শাগবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন। এর আগে 2020 সালে পরীক্ষা শুরু হবার পর মাঝপথেই কোরোনার কারণে স্থগিতের হয়ে যায় পরীক্ষা।
এরপর করোনা আনহে ২০২১ এ হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর এবার এই প্রথম নিজেদের স্কুলে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্তীরা। পরীক্ষা শেষ হবার ৪৪ দিনের মাথায় হলো ফল প্রকাশ।
আগামী বছর উচ্চমধ্যমিক শুরু হবে ১৪ মার্চ ও শেষ হবে ২৭ মার্চ।