গত কয়েকদিন ধরে রাজ্যে ক্রমশ কমছে শীতের প্রকোপ। আজ, বৃহস্পতিবার আরও কয়েক ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন তাপমাত্রা বাড়তে পারে। তাহলে কি সরস্বতী পুজোর পরই শীত বিদায় নেবে? এর মধ্যেই দুই জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া।
কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আজ, কলকাতায় এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় আগামী দেড় সপ্তাহে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। সরস্বতী পুজোর দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকতে পারে। আগামী তিন দিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, তবে তারপরের দু’দিন তাপমাত্রা একই রকম থাকবে। আপাতত আর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা ২৬ থেকে বেড়ে ২৯ ডিগ্রিতে পৌঁছতে পারে। সরস্বতী পুজোর সকালে হালকা কুয়াশার দেখা মিলতে পারে, তবে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শীত পুরোপুরি বিদায় নিতে পারে বলে মনে করা হচ্ছে।
আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৯ ও ২১ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের আবহাওয়া:
অন্যদিকে, উত্তরবঙ্গে আজও দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে উচ্চ পাহাড়ি অঞ্চলে তুষারপাতও হতে পারে। তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে কুয়াশার দাপট কম থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে।