Tripura 10th board exam: পরীক্ষার শেষ মুহূর্ত প্রস্তুতি দেখেনিন এক নজরে

১৮ এপ্রিল থেকে ২ রা মে মাস পর্যন্ত চলবে ত্রিপুরা শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা। বোর্ডের সভাপতি ডঃ ভবতোষ সাহা জানিয়েছেন দশম শ্রেণীর টার্ম ২ এর পরীক্ষা ১৮ই এপ্রিল থেকে শুরু হবে এবং চলবে ৬ই মে পর্যন্ত। পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইট tbse.tripura.gov.in- দেওয়া হয়েছে।

পরীক্ষায় ভালো ফলাফলের জন্য রইলো ছাত্র-ছাত্রীদের জন্য শেষ মুহূর্তে প্রস্তুতির কিছু গুরুত্বপূর্ণ টিপস –

* সারাদিনের পড়াশোনার জন্য একটি রুটিন তৈরী করুন। রুটিনে ভাগ করে নিন কোন বিষয়ের জন্য কতটা সময় দেবেন।

* আপনার সক্ষমতা ও দুর্বলতা অনুযায়ী কোন বিষয়কে আগে গুরুত্ব দেবেন সেই বিষয়ে তালিকা প্রস্তুত করুন।

* পরীক্ষার দিন পর্যন্ত যাতে মনে থাকে সেই অনুযায়ী বারবার পড়া গুলোকে রিপিট করুন।

* সিলেবাস শেষ হলে নজর রাখুন আগের ৫ বছরের পরীক্ষার প্রশ্ন পত্র গুলি কেমন ছিল।

* কোথাও বুঝতে বা পড়তে অসুবিধা হলে অবসসই বিশেষজ্ঞ বা শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নিন।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy