Tripura 10th board exam: কিভাবে পাবেন অ্যাডমিট কার্ড? জেনেনিন বিস্তারিত

১৮ এপ্রিল থেকে ২ রা মে মাস পর্যন্ত চলবে ত্রিপুরা শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা। বোর্ডের সভাপতি ডঃ ভবতোষ সাহা জানিয়েছেন দশম শ্রেণীর টার্ম ২ এর পরীক্ষা ১৮ই এপ্রিল থেকে শুরু হবে এবং চলবে ৬ই মে পর্যন্ত। পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইট tbse.tripura.gov.in- দেওয়া হয়েছে।

সেই নির্দেশিয়াকে আরও জানানো হয়েছে যে বৈধ প্রবেশ পত্র নিয়েই পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে নইলে প্রবেশ করতে দেওয়া হবে না।

তাই পরীক্ষা হলে প্রবেশের আগে প্রবেশ পত্র কিভাবে সংগ্রহ করবেন তার বিস্তারিত বিষয় গুলো দেখেনিন –

১.দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনলাইনে প্রবেশপত্র প্রকাশ সংগ্রহ করতে হবে ।

২.স্কুলগুলিকে এটির একটি প্রিন্টআউট নিতে হবে এবং এটি স্কুলের অধ্যক্ষের দ্বারা স্বাক্ষরিত হতে হবে।

৩. প্রবেশপত্র তারপর ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে।

৪.প্রত্যেক শিক্ষার্থীদের এটির ৩-৪ কপি নিতে হবে যাতে হারিয়ে না যায় সেই খেয়াল রাখতে হবে এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত এটি নিজের কাছে সুরক্ষিত রাখতে হবে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy