OMG! কোচিং সেন্টারে বন্যার জল ঢুকে তিন শিক্ষার্থীর মৃত্যু, শোকে পরিবার

দিল্লির একটি জনপ্রিয় কোচিং সেন্টারে বন্যার জলে ডুবে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই কোচিং সেন্টারটি যেখানে অবস্থিত সেখানকার বেজমেন্টে আকস্মিকভাবে বন্যার জল ঢোকে। এতে সেখানে তিন শিক্ষার্থী চার ঘণ্টারও বেশি সময়ের জন্য আটকে যায়। পরবর্তীতে তাদের মৃত্যু হয়।

দিল্লির রাজেন্দ্র নগরে ‘রাও আইএএস স্টাডি সার্কেল’ নামের এই কোচিং সেন্টারটি ছিল। গতকাল শনিবার ধারণ করা ভিডিওতে দেখা গেছে কোচিং সেন্টারটি বন্যার জলের নিচে রয়েছে।

শনিবার সন্ধ্যার দিকে দিল্লিতে ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টির জল পরবর্তীতে কোচিংটির বেজমেন্টে প্রবেশ করা শুরু করে।

দিল্লি সেন্ট্রাল পুলিশের উপকমিশনার এম হর্ষবর্ধন সাংবাদিকদের বলেছেন, “পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। পাম্পের মাধ্যমে জল সরানো হচ্ছে। বেজমেন্টে এখনো ৭ ফুট জল রয়েছে।”

যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে দুটি নারীর। বাকি মরদেহটি এক পুরুষ শিক্ষার্থীর। উদ্ধার অভিযান চালিয়ে প্রথমে দুই নারী শিক্ষার্থীর মরদেহ বের করা হয়। এরপর মধ্যরাতে উদ্ধার করা হয় পুরুষ শিক্ষার্থীর মরদেহটি।

পুলিশ জানিয়েছে তাদের কাছে তথ্য রয়েছে ওই বেজমেন্টে ৩৩ জন শিক্ষার্থী ছিল। তাদের মধ্যে ৩০ জন বেরিয়ে যেতে সমর্থ হলেও এই তিনজন আর পারেননি।

যেখানে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে সেখানকার রাস্তাঘাটেও দুই থেকে তিন ফুট জল জমা হয়েছে। আর রাস্তায় জল উঠে যাওয়ায় সেগুলো বেজমেন্টে প্রবেশ করেছে।

সূত্র: এনডিটিভি

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy