OMG! ১ ঘণ্টায় করেন ১০ বার বমি, বিরল রোগে আক্রান্ত যুবক, চাকরি খুইয়েছেন ৪ বার

রায়ান লুইস নামে ২২ বছর বয়সী এক যুবক গত ছয় মাসে চারটি চাকরি খুয়েছেন। চাকরি হারানোর পেছনে যে কারণ রয়েছে তা একেবারেই ব্যতিক্রমও বটে। ইংল্যান্ডের শেফিল্ডের এই যুবক ‘সাইক্লিক ভমিটিং সিনড্রোম’ রোগে আক্রান্ত। যার কারণে ঘন ঘন বমি হয় তার।

জানা গেছে, রায়ান গত ছয় মাস ধরে কিচেন পর্টার, বিক্রয় কর্মী, কাস্টমার সার্ভিসে ও একটি রেস্টুরেন্টের চাকরি ধরে রাখার জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু সেটি সম্ভব হয়নি।

রায়ান বলেন, এক গ্লাস পানি খেলেও তা বমি হয়ে বের হয়ে যায়। আর যখন এক বার বমি শুরু হয়, তখন পৃথিবী অন্ধকার লাগতে থাকে। নিজের হুঁশ থাকে না। গত ছয় মাসে সাত বার হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে রায়ানকে।

চিকিৎসকরা তার রোগ ধরতে পারলেও সেটির সুরাহা মিলছে না।

এদিকে, অসুস্থতার কারণে চাকরি খুয়ে মানসিকভাবেও ভেঙে পড়েছেন রায়ান। চিকিৎসার জন্য টাকার দরকার। আর সেকারণে একটি চাকরিও তার কাছে সোনার হরিণের মতো।

সূত্র: মিরর ডট কম ডট ইউকে

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy