ICSE Board: মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে খুব শীঘ্রই, জেনেনিন বিস্তারিত

আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণীর ছাত্রছত্রীদের ফাইনাল পরীক্ষা।

আই সি এস ই মাধ্যমিক দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা ২৫ শে এপ্রিল ২০২২ থেকে পরিচালিত হবে৷ পরীক্ষার প্রস্তুতির জন্য সিলেবাস, নমুনা প্রশ্নপত্র অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই দেওয়া হয়েছে ।

সূত্রের খবর, অনুযায়ী আর কিছুদিনের মধ্যেই এ আই সি এস ই মাধ্যমিক পরীক্ষার জন্য প্রবেশপত্র জারি করবে। পরীক্ষার দিন, শিক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্রের একটি মুদ্রিত কপি নিয়েই পরীক্ষার স্থানে প্রবেশ করতে হবে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষায় কোনোভাবেই বসতে দেওয়া হবে না।

আর এই ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পড়াশুনার পাশাপাশি মাথায় রাখতে হবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা প্রস্তুতি নেওয়ার সময় ভুল করে ফেলি –

*পরীক্ষার প্রস্তুতি নেয়ার সময় সহপাঠীদের সাথে নিজেদের তুলনা করবে না। এই তুলনা ছাত্রছাত্রীদের মনে বিরূপ প্রভাব বিস্তার করে।

*এতদিন ধরে যা যা পড়েছো সেই বিষয়েই নজর রাখা প্রয়োজন নতুন বিষয় কম ফোকাস করে ফোকাস রাখো যেসমস্ত কিছু পড়েছো সেগুলির উপর। তাহলেই সেই পড়া গুলো মনে থাকবে দীর্ঘদিন।

*পরীক্ষার আগে ছত্রছাত্রিরা বেশির ভাগ বিভিন্ন রেফারেন্সের সাহায্য নিয়ে ভুল করে থাকে। এতে তাদের ভালোভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়না। তাই পরীক্ষার আগে নতুন কিছু রেফারেন্স না ঘেটে পুরোনো রেফারেন্স ও পদ্ধতি গুলো রোপিত করে প্রস্তুতি নেওয়া উচিত।

*অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পরীক্ষার্তী আগের পরীক্ষায় ভালো ফলাফল করার কারণে আত্মতুষ্টিতে ভোগে। মনে রাখতে হবে ধারাবাহিক পারফরম্যান্সই আসল বিষয়।

*পরীক্ষার লাস্ট মিনিট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মনে রাখতে হবে যে দীর্ঘ সময় ধরে অধ্যান করলে ভালো ফলাফল করা যাবে সেরকমটা কোনোভাবেই নয়। পড়াশুনার মাঝে একটু বিরতি মন ভালোরাখে ও পড়ার এনার্জি বাড়াতে সাহায্য করে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy