উচ্চমাধ্যমিক: প্রথম অদিশা দেবশর্মা কাজ করতে চান পথশিশুদের জন্য, তার সাফল্যে গর্বিত জেলা

মাধ্যমিকের পর পূর্ব ঘোষণা অনুযায়ী আজ প্রকাশিত হলো উচ্চমধ্যমিকের ফলাফল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য্য আজ শাগবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন। এর আগে 2020 সালে পরীক্ষা শুরু হবার পর মাঝপথেই কোরোনার কারণে স্থগিতের হয়ে যায় পরীক্ষা।

এরপর করোনা আনহে ২০২১ এ হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর এবার এই প্রথম নিজেদের স্কুলে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্তীরা। পরীক্ষা শেষ হবার ৪৪ দিনের মাথায় হলো ফল প্রকাশ।

চলতি বছরে উচ্চমধ্যমিকে পাশের হার ৮৮ শতাংশ ও রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন আদিশা শর্মা তার প্রাপ্ত নম্বর ৪৯৮।

অদিশা সংবাদমাধ্যমকে বলেন, “মাধ্যমিকে ৬৭৮ নম্বর পেয়েছিলাম। সেবার প্রথম দশে থাকতে পারিনি। এবার ভালো রেজাল্ট হবে জানতাম। এতটা ভালো আশাতীত। উচ্চ মাধ্যমিকে ভালোবাসার বিষয়গুলি পেয়েছিলাম। বাবা, মা, শিক্ষক-সহ সকলে প্রেরণা জুগিয়েছেন। প্রথম হওয়া বা মেধা তালিকায় আসার কোনও চাপ ছিল না। স্কুলের শিক্ষকরা সহযোগিতা করেছেন। লকডাউনে অনলাইন ক্লাসেও শিক্ষক-শিক্ষিকারা যেভাবে পড়িয়েছেন তা অসাধারণ। টিউশন ছাড়া দিনে ৪-৫ ঘণ্টা পড়েছি। ৯ জন গৃহশিক্ষকের কাছে পড়েছেন অদিশা। নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি ভবিষ্যতে পথশিশুদের জন্য কিছু করতে চান অদিশা। তিনি বলেন, পথশিশুদের জন্য কিছু করতে পারলে ভালো লাগবে।”

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy