CBSE ও ICSE বোর্ডের ১০ম শ্রেণীর গণিত প্রশ্নপত্রের সম্পুর্ণ বিশ্লেষণ, দেখে নিয়ে প্রস্তুত থাকুন

কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে CBSE ও ICSE বোর্ডের ছাত্রছত্রীদের ফাইনাল পরীক্ষা। আর ইউ ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পড়াশুনার পাশাপাশি মাথায় রাখতে হবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষার জন্য যারা নমুনা প্রশ্নপত্র খুঁজছেন তাদের অবশ্যই CISCE-এর অফিসিয়াল ওয়েবসাইট-cisce.org-এ যেতে হবে। বোর্ড এই ওয়েবসাইটে ICSE দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা সংক্রান্ত প্রার্থীদের জন্য নির্দেশিকা জারি করেছে । এই পরীক্ষার প্রথম পেপারের বিষয় গণিত।

CISCE দশম শ্রেণীর জন্য সমস্ত বিষয়ের নমুনা প্রশ্নপত্রের একটি সিরিজ প্রকাশ করেছে। এদিনের গণিত পরীক্ষা সকাল ১১ টা থেকে শুরু হবে এবং শেষ হবে দুপুর ১২.৩০ টায়।

আই সি এস ই দশম শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের গণিত পরীক্ষা ৪০ নম্বরের জন্য নেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য দেড় ঘণ্টা সময় দেওয়া হবে। প্রার্থীদের অবশ্যই কেন্দ্রের দেওয়া পৃথক উত্তরপত্রে উত্তর লিখতে হবে।

প্রশ্নপত্র দেওয়ার প্রথম ১০ মিনিটের মধ্যে প্রার্থীদের লিখতে দেওয়া হয় না। এই অতিরিক্ত সময় দেওয়া হবে প্রশ্নপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পড়ার জন্য। প্রশ্নপত্রের মাথায় যে সময়টি ছাপানো হবে সেটি হল উত্তর লেখার সময়। প্রশ্নপত্রে, দুটি অংশ থাকবে- বিভাগ-ক এবং বিভাগ- খ। প্রার্থীদের বিভাগ ক থেকে সমস্ত প্রশ্ন এবং বিভাগ খ থেকে যেকোনো তিনটি প্রশ্ন সমাধান করতে হবে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy