News

BigNews: ২০২৩ এর উচ্চমাধ্যমিক শুরু ১৪ মার্চ, নিয়মে বড় বদল, ঘোষণা হলো সময়সূচীর

মাধ্যমিকের পর পূর্ব ঘোষণা অনুযায়ী আজ প্রকাশিত হলো উচ্চমধ্যমিকের ফলাফল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য্য আজ শাগবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন। এর আগে 2020 সালে পরীক্ষা শুরু হবার পর মাঝপথেই কোরোনার কারণে স্থগিতের হয়ে যায় পরীক্ষা।

এরপর করোনা আনহে ২০২১ এ হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর এবার এই প্রথম নিজেদের স্কুলে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্তীরা। পরীক্ষা শেষ হবার ৪৪ দিনের মাথায় হলো ফল প্রকাশ।

চলতি বছরে উচ্চমধ্যমিকে পাশের হার ৮৮ শতাংশ ও রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন আদিশা শর্মা তার প্রাপ্ত নম্বর ৪৯৮।

আগামী বছর উচ্চমধ্যমিক শুরু হবে ১৪ মার্চ ও শেষ হবে ২৭ মার্চ।কোভিড মহামারীর জেরে এবছর পরীক্ষা হয় হোম সেন্টারে। তবে সামনের বছর থেকে আবারও পুরনো নিয়ম মেনেই অন্য স্কুলে সিট পড়বে। পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন এবং তারিখ নিয়েও বারবার দিনবদল হতে থাকে। জয়েন্ট পরীক্ষার খাতিরে দুই বার দিন পরিবর্তন করা হয়।

Exit mobile version