BigNews: ১ জুন ২০২২ থেকে বাড়তে চলেছে দাম, সরকার নিলো বড় সিদ্ধান্ত

আপনার যদি শখের বা প্রয়োজনের গাড়ি থাকলে তাহলে পড়তে চলেছে পকেটে টান। আগামী ১ জুন থেকে আপনাকে বইতে হবে বাড়তি প্রিমিয়ামের বোঝা। সম্প্রতি এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে সরকার।

সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক সম্প্রতি ঘোষণা করেছে নতুন নিয়ম। সেই নিয়মে দেখা গেছে সরকারের পক্ষ থেকে মোটর গাড়ীর তৃতীয় পক্ষের বীমার প্রিমিয়াম বাড়ানো হয়েছে। ১ জুন থেকে প্রযোজ্য করা হবে নতুন এই বর্ধিত মূল্য। আর সেই কারণে বাড়তে চলেছে চার চাকার গাড়ি ও দুই চাকার বাইকের বীমার প্রিমিয়ামের।

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১০০০ সিসি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন প্রাইভেট গাড়ির জন্য ২০৭২ টাকার পরিবর্তে খরচ করতে হবে ২০৯৪ টাকা। ১০০০ থেকে ১৫০০ সিসির বেশি ব্যক্তিগত গাড়ির জন্য প্রিমিয়াম দিতে হবে ৩২২১ টাকার পরিবর্তে ৩৪১৬ টাকা। তবে ১৫০০ সিসির বেশি গাড়ির জন্য কমানো হয়েছে বীমার খরচের পরিমান, সেক্ষেত্রে খরচ করতে হবে ৭৮৯৭ টাকার পরিবর্তে ৭৮৯০ টাকা।

অপরদিকে দুই চাকার ক্ষেত্রে ১৫০ থেকে ৩৫০ সিসির বাইকের জন্য প্রিমিয়াম খরচ দিতে হবে ১৩৬৬ টাকা ৩৫০ সিসির বেশি বাইক গুলির জন্য প্রিমিয়াম দিতে হবে ২৮০৪ টাকা।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy