চাকরির খবর: ১৯৭৬ টি সরকারি চাকরি, যোগ্যতা মাধ্যমিক পাশ, বেতন ২৫০০০
May 15, 2022

সারাদেশে নিয়োগ করা হবে গ্রামীণ ডাকসেবক। এই পদে আবেদন কররতে পারবেন ভারতীয় তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার মানুষ।
পদের নাম: ডাকসেবক ব্রাঞ্চ পোস্ট মাস্টার ও অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ
বয়স: আবেদনকারীর বয়স হতে হবে ৫ জুন ২০২২ তারিখের হিসেবে ১৮ থেকে ৪০ বছর। সরকারি নিয়ম অনুযায়ী SC ST ও OBC দেড় জন্য রয়েছে নির্দিষ্ট ছাড়।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রাথীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রথমেই পোর্টালে নিজের সমস্ত বিবরণ দিয়ে রেজিস্ট্রি করতে হবে তারপর ইউসার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
বেতন: আনুমানিক ২৫,০০০ থেকে ৩৫,০০০
বিস্তারিত জানতে লগইন করুন
www.indiapostgdsonline.gov.in