সরকারি চাকরি: মাধ্যমিক পাশেই Gorup-D-র চাকরি, বেতন ২৫০০০, জেনেনিন বিস্তারিত

Southern Command হেডকোয়ার্টারে বিভিন্ন পদে নিয়োগ হবে একাধিক লোক। মাধ্যমিক পাশ হলেই চাকরির জন্য আবেদন করতে পারবেন। ভারতের সমস্ত নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার আগ্রহী প্রাথী আবেদন যোগ্য।

পদের নাম: বারবার (নাপিত)

মোট শূন্যপদ: ১২ টি

পদের নাম: চৌকিদার

মোট শূন্যপদ: ৪৩ টি

যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম মাধ্যমিক পাশ সেই সাথে ১ বছরের কাজের অভিজ্ঞতা।

বয়স: উক্ত পদের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছর।

বেতন: আনুমানিক বেতন ২৫০০০ থেকে ৩৫০০০ পর্যন্ত

লিখিত পরীক্ষার মাধ্যমে পদে নিয়োগ করা হবে।

নিয়োগের স্থান: HQ Southern Comand -এর অন্তর্গত AMC ইউনিট

আবেদন পত্র পাঠানোর ঠিকানা:

HQ Southern Command
C/O: 4012 Field Hospital
C/O: 55 APO
PIN- 904012