হারলিন ঝড়ে কুপোকাত মুম্বই! ডব্লিউপিএল-এ প্রথম জয়ের স্বাদ পেল ইউপি ওয়ারিয়র্স।

টানা তিন ম্যাচে হারের পর অবশেষে ছন্দে ফিরল ইউপি ওয়ারিয়র্স। মুম্বই ইন্ডিয়ান্সের দেওয়া চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে হারলিন দেওলের অপরাজিত ৬৪ রানের ইনিংস ইউপি-কে এনে দিল মরসুমের প্রথম জয়। মুম্বইয়ের শক্তিশালী বোলিং আক্রমণকে সামলে ঠান্ডা মাথায় দলকে জেতান হারলিন, যার জন্য তিনি ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

ম্যাচ শেষে হারলিন জানান, গত ম্যাচে ‘রিটায়ার্ড আউট’ হওয়া নিয়ে তিনি বেশি ভাবেননি, বরং পরিস্থিতির সঙ্গে মানিয়ে ব্যাটিং করাই ছিল তাঁর মূল লক্ষ্য। অধিনায়ক মেগ ল্যানিংও হারলিনের পরিণত ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন। অন্যদিকে, মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কৌর মনে করেন, স্কোরবোর্ডে অন্তত ১৮০ রান থাকলে লড়াইটা আরও জমানো যেত। এই জয়ে পয়েন্ট টেবিলে লড়াইয়ে টিকে রইল ইউপি ওয়ারিয়র্স।